বর্ণাঢ্য আয়োজনে কলমাকান্দায় আন্তর্জাতিক পর্যটন দিবস পালিত

পলাশ সাহা, (নেত্রকোণা) প্রতিনিধি ঃবর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোণার কলমাকান্দা উপজেলার ফুলবাড়িতে উদযাপিত হলো আন্তর্জাতিক পর্যটন দিবস ২০২৪। দিবসটি উপলক্ষে স্থানীয় লেঙ্গুরা ট্যুরিজম নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান  সর্বস্তরের নাগরিকের অংশগ্রহণে অনুষ্ঠান আয়োজন করে।
দিবসের প্রারম্ভে সমাজের নানা শ্রেণীপেশার মানুষের অংশগ্রহণে এক র‍্যালি লেঙ্গুরা বাজার প্রদক্ষিণ করে। পরে নিরিবিলি সীমান্ত গার্ডেন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এই সভায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শহিদুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ভুঁইয়া। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন লেঙ্গুরা ট্যুরিজম এর প্রতিষ্ঠাতা মো: আব্দুল মতিন। এতে সভাপতিত্ব করেন নিরিবিলি সীমান্ত গার্ডেন রেস্টুরেন্টের প্রতিষ্ঠাতা মো: আনোয়ারুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাকসুদুর রহমান বিপ্লব।
এই আয়োজনে অতিথিরা বলেন,কলমাকান্দা -দুর্গাপুর অঞ্চল একটি পর্যটন সমৃদ্ধ অঞ্চল।  এখানে পর্যটনবান্ধব পরিবেশ সৃষ্টি করতে পারলে দেশের নানা প্রান্ত থেকে আগত পর্যটকরা প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য প্রাণভরে উপভোগ করতে পারবেন। এই পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আমাদের সকলের দায়িত্ব রয়েছে। আমরা প্রত্যেকের জায়গা থেকে কাজ করলে এই অঞ্চলকে বাংলাদেশের অন্যতম সেরা পর্যটন অঞ্চলে পরিণত করতে পারবো।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,জাহাঙ্গীর আলম,কবি লোকান্ত শাওন,সাংবাদিক মোরশেদ আলম,এস এম শামীম,দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার,হৃদয় আহমেদ,লিয়াকত আলী,মোবারক হোসেন,ঝুমা আক্তার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published.