বাংলাদেশ থেকে কলকাতা গিয়ে ‘লোক নৃত্য’ তুলে ধরলেন নওগাঁর ‘নৃত্যাঞ্জলি একাডেমি’

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃ দেশের গন্ডি পেড়িয়ে এবার ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা তে গিয়ে বাংলাদেশের কালচার লোক নৃত্য তুলে ধরলেন নওগাঁর ‘নৃত্যাঞ্জলি একাডেমি’ এর টিম।
এ ব্যাপারে নৃত্যাঞ্জলি একাডেমির পরিচালক শহিদুল ইসলাম সেলিম জানান, ভারতের কলকাতায় শ্রী গুরুকুল ডান্স মিউজিক স্কুল এর বিংশতম বার্ষিক উৎসব সমর্পণ ২০২৩ অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আমাদের ”নৃত্যাঞ্জলি একাডেমি” নওগাঁকে পরো টিম সহ আমন্ত্রণ জানানো হয়।
তারই ধারাবাহীকতায় ”নৃত্যাঞ্জলি একাডেমি” নওগাঁর  পরিচালক শহিদুল ইসলাম সেলিম এর নের্তৃত্বে কলকাতার এই অনুষ্ঠানে বাংলাদেশে থেকে অংশ গ্রহণ করেন নওগাঁর সুনামধন্য নৃত্য প্রতিষ্ঠান ”নৃত্যাঞ্জলি একাডেমি” এর পরো টিম।বাংলাদেশ থেকে প্রথম বারের মতো এক সাথে পুরোটিম সহ কলকাতার অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন তারা। অংশ গ্রহণকারী নৃত্যাঞ্জলি একাডেমির পরিচালক সেলিম, তন্দ্রা, তিশমা, রিদিলা, ফ্লোরা, রিশা, ও মাম মাম ”বাংলাদেশের কালচার লোক নৃত্য তুলে ধরেন” কলকাতা তে। গত ১৭ জুন কলকাতা’র বেহালা শরৎ সদন অডিটোরিয়ামে পুরো অনুষ্ঠান পরিচালনা করেন, রুমা সমাজদার অধ্যক্ষ শ্রী গুরুকুল কলকাতা ও উপস্থাপনায় ছিলেন তুহিন কলকাতা।

Leave a Reply

Your email address will not be published.