বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা কমিটি ঘোষণা

চলনবিল প্রতিনিধি, আশিকুর রহমান (রিয়াদ)ঃ আগামীকাল রোজ বৃহস্পতিবার (২৩ মার্চ) বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে মো: সোহরাওয়ার্দী হোসেনকে সভাপতি, মো: নাঈম উদ্দিন সিরাজীকে সাধারণ সম্পাদক ও মো: সেরাজুল ইসলাম সিরাজকে সাংগঠনিক সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটিটি কেন্দ্রীয় প্যাডে স্বাক্ষরর্কীত সোসাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে আগামী এক বছরের জন্যে অনুমোদন দেয় বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মো:আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক মো: সোহেল রানা।

নবগঠিত কমিটির কেন্দ্রীয় সংসদ সভাপতি ও সাধারণ সম্পাদকের ফেসবুকে পোস্ট করা হয়।

নবগঠিত কমিটি কে নিয়ে জানতে চাইলে সভাপতি আব্দুর রহমান আমাদের বলেন সততা নিষ্ঠা ও সকল বাধা বিপত্তি অহপ্রতিরোধ্য ভাবে অতিক্রম করে এগিয়ে যাবে সিরাজগঞ্জ জেলা নবগঠিত কমিটি। সেই সাথে মহান মুক্তি যুদ্ধের অজ্ঞিকার, সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে গণতান্ত্রিক বাংলাদেশ র্নিমানে এগিয়ে যাবে এটাই আমাদের একান্ত কাম্য।

আর সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মো: সোহরাওয়ার্দী হোসেন ডেইলি ঢাকা মেইলকে বলেন :আলহামদুলিল্লাহ আমাকে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি নির্বাচিত করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি জেলার শ্রমিক অধিকার পরিষদ সহ ছাত্র, যুব,শ্রমিক,পেশাজীবি অধিকার পরিষদের সকল সহযোদ্ধা ভাইদের নিয়ে এক সাথে রাজপথে থাকবো সব সময়। আরও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি রাজশাহী বিভাগীয় উপকমিটি সকল সহযোদ্ধা এবং কেন্দ্রীয় কমিটি সভাপতি মোঃ আব্দুর রহমান ভাই।

সাধারণ সম্পাদক মোঃ নাঈম উদ্দীন ও সাংগঠনিক সম্পাদক মোঃ সেরাজুল ইসলাম বলেন সকল নেত্রবৃন্দ কে নিয়ে এক সাথে রাজপথে থাকবো এবং এক সাথে কাজ করে নিজেদের অধিকার ফিরে আনবো। আরো বলেন মুক্তি যুদ্ধের চেতনায় সাম্য ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষে আমাদের পথ চলা। সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ অন্যতম অংশীদার। আমাদের হাত দিয়ে সকল শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। আপনাদের সার্বিক পথ চলায় আমরা পাশে আছি থাকবো।

আমার উপরে অর্পিত দায়িত্ব পালনে নিষ্ঠা ও সততার সহিত পালন করার চেষ্টা করবো।

Leave a Reply

Your email address will not be published.