বান্দরবানে সাঙ্গু নদীতে ডুবে কিশোরের মৃত্যু

রুমা( বান্দরবান ) প্রতিনিধি : বান্দরবানে সাঙ্গু নদী থেকে উদ্ধার করা হচ্ছে কিশোরের লাশ।

বান্দরবান শহরের সাঙ্গু নদীর চরে খেলতে গিয়ে নদীতে ডুবে চিং মং উইন মারমা (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৫ মার্চ) দুপুরে বান্দরবান শহরের উজানী পাড়া এলাকার সা পলিকুম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত চিং মং উইন মারমা (১৫) ৪নং ওয়ার্ডের মধ্যম পাড়ার জমজম গলি এলাকার কোকোচিং মারমা ছেলে।

স্থানীয়রা জানান, সাঙ্গু নদীর চরে কয়েক জন কিশোর ক্রিকেট খেলছিল। খেলার একপর্যায়ে ক্রিকেট বলটি নদীতে চলে যায়।পরে তাদের মধ্যে এক কিশোর বলটি নদীর মাঝ খান থেকে সাঁতার কেটে আনতে গেলে হটাৎ নদীতে তলিয়ে যায়। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের লোকজনের প্রচেষ্টার পর নদীতে তার লাশ ভেসে উঠে। পরে ঘটনাস্থল হতে উদ্ধার করে বান্দরবান হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষনা করা হয়।

কিশোরটির বাবা কোকোচিং মারমা জানান, ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বান্দরবান ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. ফারুক আহমেদ বলেন, ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছিল।

সদর হাসপাতালে আবাসিক ডা. এসএম আসাদুল্লাহ বলেন, আজ বেলা সাড়ে তিনটার দিকে এক কিশোরকে হাসপাতালে নিয়ে আসা হয়, কিশোরটিকে হাসপাতালে আনার আগেই মারা যায়।

Leave a Reply

Your email address will not be published.