বাবাদের সংগ্রাম

মো: মাহমুদুল হাসান, গাজীপুর: ঘুম আসছিলো না চোখে কেনো জানি না,,, যখন ঘড়ির দিকে তাকালাম তখন দেখি রাত ০১.৪০ বাজে,,,,,

মন টেনে নিয়ে গেলো বারান্দায়,,বাসা ৫ম তালায় ও রাস্তার পাশে হওয়ায় কারণে শহর টাকে খুব ভালো করে উপলব্ধি করা যাচ্ছে ,, সারাদিন এর পরিশ্রম শেষে শহর একটু নিরভ হয় রাতের মধ্যে ভাগ টায়,,,
এই ব্যস্ত শহরের নিজের প্রতি খেয়াল করার সময় টা খুব কম পায় মানব জাতি গোষ্ঠী,,, মন টাকে উৎফুল্ল রাখতে একাকী কিছু সময় কাটনোর প্রয়োজন সবার,,
হয়তো সবার সময় হয়ে ওঠে না,,আর এই মানুষ গুলো তার মন ইচ্ছে মত অনেক কিছুই করতে পারে না বাস্তবতার কারণে,,
ওহ আচ্ছা আপনাদের মনের সাথে পরিচয় করিয়ে দেই,

“মন” বিষয় টা আমার আপনার শরীরের ভেতরের একটা শূন্য স্থানের নাম,,,যা শরীরে কোনো স্থানে আছে আমরা কেউ জানি না,,, অনুভব করতে পারি না আসলে মন টা কোথায়,, এই মনে অতৃপ্ততার কারণেই হয়তো কষ্টের চুরাবালি,,,

যাইহোক,,, রাতের শহরটাকে ভীষণ ভালো লাগে,,, হঠাৎনিচে তাকাতেই দেখলাম কিছু লোক মাথায় বাঁশের তৈরী খাচি না টুকরি নিয়ে দাঁড়িয়ে আছে একটি র্নিমানাদিন বিল্ডিং এর সমনে,, বয়সা টা সবারই ৫০-৬০ এর আশেপাশেই,, ,কিছু সময় চলে যাওয়ার পর একটি ট্রাক ভরতি বালি নিয়ে এসে দাঁড়ালো তাদের সামনে,,, এ অবস্থায় বুঝতে পারলাম এর শ্রমজীবি মানুষ,, তখন আর বুঝতে দেরি হলো না,,,, এদের কাজ রাতে আমার প্রশ্নটা এখানে না,,,,
আমাদের রিজিক দাতা আল্লাহ,,,, কিন্তু একজন বাবা কত কষ্ট করে আমার তোমার খাবার,, খরচ যোগ্যান দেন,, এই হিসাব টা মিলাতে ,,আমি আর কিছু লিখতে পরলাম,,, মাথাটা কেমন জানি ঘুরপাক খাচ্ছিলো,,,

চলো নিজেদে প্রশ্ন করি আমরা করছি টা কী??

কত টা আমাদের পরিবর্তন করার চেষ্টা করে পুরুষ গোষ্ঠীর বাবারা,,নিরভে বাবার সব উজাড় করে দিয়ে যায়,,,
সকল বাবাদের স্বপ্ন পূরণ হোক,,কষ্টের মূল্য দিতে শিখি বাবাদের,, বাবাদের প্রজন্মের পর প্রজন্মের আগলে রাখার প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে,,,আজ কে বিদায় নিলাম,,

Leave a Reply

Your email address will not be published.