বিরামপুর চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে গেল কলেজ ছাত্রের প্রাণ

বিরামপুর দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুর স্টেশনের প্ল্যাটফর্মে ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নামার সময় গোলাম রব্বানী (১৯) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি)সকাল আটটার দিকে বিরামপুর স্টেশনের দুই নম্বর প্লাটফর্মের এ ঘটনা ঘটে।

নিহত গোলাম রব্বানী(১৯) নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কুতুবপুর গ্রাম মনোয়ার হোসেনের ছেলে। নিহতের ফুফাতো ভাই রাকিবুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবারের বরাত দিয়ে নিহতের ভাই বলেন, রব্বানী জয়পুরহাট কলেজে এইচএসসি ১বষে পড়া লেখা করে।আজ বাড়িতে আসার সময় জয়পুরহাট স্টেশনে ভুলে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস এক্সপ্রেস ট্রেনে উঠে পড়েন।

বিরামপুর স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন না দাঁড়ানোয় রব্বানী ট্রেন থেকে লাফ দিয়ে নামার সময় প্লাটফর্মের নিচে পড়ে দেহ থেঁতলে যায়।পরে বিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর চিকিৎসক জান্নাতুল ফেরদৌস বলেন, ট্রেন দুর্ঘটনায় আহত যুবক রব্বানী হাসপাতালে আসার আগেই মৃত্যু হয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published.