বিরামপুরে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূ

মোঃ নয়ন মিয়া দিনাজপুর জেলা প্রতিনিধি : দিনাজপুর বিরামপুর নববধূ সংসারের দাবিতে থানা ও প্রেস সোসাইটিতে অভিযোগ করেছে বলে জানা যায়। আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) দীর্ঘদিন প্রেমের সম্পর্কের মধ্যে বিয়ে কিছুদিনের মধ্যে নির্মম অত্যাচারে গৃহবধুর অভিযোগ।

উপজেলার পলিপ্রয়োগপুর ইউনিয়নে। জানা যায়,দেবীপুর (চন্ডিপুর) মহল্লার আব্দুল মজিদের ছেলে হুমায়ুন কবির (৩৫) এর সহিত ঢাকা বনানী এলাকার মেয়ে শারমিন আক্তারের সাথে দীর্ঘদিন প্রেমের সম্পর্কে বিয়ে হয়। বিয়ের কিছুদিনের মধ্যে তাদের সংসারে উভয়ের মধ্যে কলহের সৃষ্টি। এ বিষয়ে ভুক্তভোগী শারমিন আক্তার বিরামপুর থানায় অভিযোগ করেছেন। পাশাপাশি ন্যায় বিচারের স্বার্থে বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটি দিনাজপুর জেলা অফিস বিরামপুর কলেজ বাজারে অভিযোগ করেছেন বলে জানান। ভুক্তভোগী জানান, বিবাদী হুমায়ুন কবিরের সহিত গত দুই বছর পূর্বে ইসলামী শরীয়ত অনুযায়ী বিবাহ হয়েছে। বিবাহের পর থেকেই হুমায়ুন কবির স্থানীয় মানুষের কুপ পরামর্শ নিয়ে শারমিন আক্তারের উপর নিয়মিতভাবে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল।

এ ব্যাপারে স্থানীয়ভাবে কয়েকবার সালিশও হয়েছে। গ্রাম্য সালিশে নির্যাতন করবে না প্রতিশ্রুতি দিলেও হুমায়ুন কবির আবারো পূর্বের ন্যায় শারীরিক ও মানসিক নির্যাতন করিতে থাকে।ঘটনায় ধারাবাহিকতায় গত ১৯ তারিখ রাত্রি ৯ ঘটিকার সময় হুমায়ুন কবির তার স্ত্রী শারমিন আক্তার কে নির্যাতন করেন। হুমায়ুন কবির নির্যাতন করা কালে রাগান্বিত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও এলোপাতাড়ি ভাবে মারধর সহ জখম করেন। এমন অবস্থায় শারমিন আক্তার চিৎকার দিলে স্হানীয় লোকজন এসে তাকে উদ্ধার করেন। এরপর রাত্রি বেলায় তার বাড়ি থেকে করে দেয়। এমন অবস্থায় শারমিন আক্তার নিরুপায় হয়ে পিতার বাড়িতে যাওয়ার প্রাক্কালে বিরামপুর রেল স্টেশনে সারারাত অবস্থান করছিলেন। অবশেষে সকালে বিরামপুর থানায় ও বাংলাদেশ হিউম্যান রাইটস এ্যান্ড প্রেস সোসাইটি দিনাজপুর জেলা কমিটি বরাবর অভিযোগ করেন। এমন অবস্থায় শারমিন আক্তার টাটাকপুর তার নিকটতম এক আত্মীয়র বাসায় অবস্থান করছেন।

এ বিষয়ে অভিযোগের দায়িত্বপ্রাপ্ত থানা অফিসার উপ পরিদর্শক আসাদের নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান,বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সহিত আলোচনা ও তদন্ত চলছে।শারমিন আক্তার আরো জানান অভিযোগ দেওয়ার পরেও থানা পুলিশ সময় ক্ষেপণ করিতেছেন। অসহায়ের মধ্যে রয়েছেন বলে জানান গৃহবধূ শারমিন আক্তার। হুমায়ুন কবিরের সহিত মুঠোফোনে কথা হলে সে সাক্ষাৎ করতে অপারগতা প্রকাশ করেন। এ বিষয়ে শারমিন আক্তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published.