বেনাপোল দিয়ে ভারতে যাওয়ার সময় নোম্যান্সল্যান্ডে বাংলাদেশী পাসপোর্ট যাত্রীর মৃত্যু

মোঃ আনিছুর রহমান, বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে  ভারতে যাওয়ার সময় নুর ইসলাম নামে এক বাংলাদেশী পাসপোর্টধারী যাত্রীর মৃত্যু হয়েছে।সে বাংলাদেশ ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে ভারতে প্রবেশের জন্য নোম্যান্সল্যান্ডে  অপো করে। শনিবার দুপুরে তার মৃত্যু হয়।
মৃত্যুবরনকারী পাসর্পো যাত্রীর নাম গোলাম রসুল। সে যশোর বকচর এলাকার গোলাম রসুল এর ছেলে। তার পাসপোর্ট নাম্বার এ ০১১৩১৭২৭।

এদিকে অনেকেই অভিযোগ করেন বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় বাংলাদেশ ইমিগ্রেশন ও কাস্টমসের কার্যক্রম দ্রুত  শেষ হলেও ভারতীয় ইমিগ্রেশন ও কাস্টমস ইচ্ছা মত তারা কাজ করে। এ কারনে নোম্যান্সল্যান্ডে খোলা আকাশের নিচে ঘন্টা পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়।লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় মাঝে মাঝে সেদেশের বর্ডার বাহিনী বিএসএফ লাঠি নিয়ে এসে চোখ গরম দিতে থাকে আর বলে লাইন কোন রকম নাড়াচাড়া হলে খবর আছে।

এতে করে মানুষের মাঝে ভয়ভীতি কাজ করে থাকে। অনেকের সাথে থাকা বাচ্চারা লাঠি দেখে চিৎকার করে কান্না কাটি করতে থাকে।যে সমস্ত বাংলাদেশীরা ভিসা নিয়ে ভারতে যান তারা ভারতীয় ইমিগ্রেশন ও বিএসএফ এর কাছে অসহায় হয়ে যায়।ভুক্তভোগী পাসপোর্ট যাত্রীরা দুদেশের হাইকমিশনের দৃষ্টি আকর্ষন করেছেন।

পাসপোর্টযাত্রী মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করেন বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published.