বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ৬টি সোনারবার সহ পাচারকারী আটক

মোঃ আনিছুর রহমান, বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৬টি সোনারবার সহ মনোরউদ্দিন নামে এক সোনা পাচারকারীকে আটক করেছে বিজিবি।সে বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের  কদর আলীর ছেলে।শুক্রবার রাতে মসজিদ বাড়ী পোষ্টের পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা।

আটককৃত মনোরউদ্দিন পুটখালী গ্রামের কদর আলীর ছেলে।

বিজিবি জানান,বৃহস্পতিবার রাত ৮ টার সময় গোপন তথ্যের ভিত্তিতে ২১ বিজিবি খুলনা ব্যাটালিয়নের অধীনস্থ পুটখালী ক্যাম্পের জেসিও ৮৯৯৭ সুবেদার মোঃ মাহাবুব রহমান এর নেতৃত্বে মেইন পিলার ১৭ এর ৭ এস এর ১৬৮ আর হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মসজিদ বাড়ি পোস্টের পাকা  রাস্তার উপর হতে আসামি  মোঃ মনোরউদ্দিন(৩১) কে আটক করা হয়। তার পায়ু পথ থেকে ৬পিছ স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ৭০০ গ্রাম, মুল্য আনুমানিক ৭০ লক্ষ টাকা।

আটক আসামিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর সহ স্বর্ন ট্রেজারিতে চালান জমা দেওয়া  আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published.