মো আনিছুর রহমান, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দরের উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শনে আসে বাংলাদেশ নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. এম শাখাওয়াত হোসেন। শুক্রবার সকাল সাড় ১০টার সময় তিনি ৩০০ কেটি টাকা ব্যায়ে ভারত সীমান্ত ঘেষে নির্মিত কার্গোভেহিকেল টার্মিনাল পরিদর্শন করেন।
বেনাপোল পরিবহন ধর্মঘট নিয়ে ষড়যন্ত্রমূলক, মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করায় যমুনা টিভির বেনাপোল প্রতিনিধি কামাল হোসেনের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বেনাপোল পরিবহন ব্যবসায়ী সমিতি, সাধারণ ব্যবসায়ি ও স্থানীয় এলাকাবাসী।
শুক্রবার বেলা ১১টার সময় বেনাপোল স্থলবন্দর বাস টার্মিনালের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
গত ২৪ নভেম্বর বেনাপোল পরিবহনn ধর্মঘট নিয়ে যমুনা টিভির সাংবাদিক কামাল হোসেন টিভিতে লাইভ সহ স্থানীয় গণমাধ্যমে ষড়যন্ত্রমূলক, মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করলে ফুঁসে ওঠে পরিবহন ব্যবসায়ি সহ সাধারণ ব্যবসায়িরা।
তারই অংশ হিসেবে শুক্রবার সকালে সাংবাদিক কামালের শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করে পরিবহন ব্যবসায়ি ও সাধারণ ব্যবসায়িরা।
একইদিন সকালে বাংলাদেশ নৌপরিবহন মন্ত্রনালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে আসলে পরিবহন ব্যবসায়ি সমিতি, সাধারণ ব্যবসায়ি ও এলাকাবাসী কথিত সাংবাদিক কামাল হোসেনের বিরুদ্ধে শাস্তির দাবি তুলে ধরেন।
এসময় উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন সাংবাদিক কামাল হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বেনাপোল স্থলবন্দর বাস টার্মিনাল চালু রাখার বিষয়ে দিকনির্দেশনা দেন এবং ভারত বাংলাদেশ যাতায়াত নিয়ে কেউ যেন বিভ্রান্েিত না পড়ে সে বিষয়ে সাংবাদিকদের সামনে পরামর্শ প্রদান করেন।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন বেনাপোল পরিবহন সমিতির সভাপতি ইদ্রিস আলি ইদু, বেনাপোল পরিবহন সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান সহ পরিবহন সমিতি ও ব্যবসায়ি সমিতির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।