বেনাপোলে ৪ কেজি গাজা এবং গ্রেফতার পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার মোট ১৩ জন আসামি আটক

মোঃ আনিছুর রহমান বেনাপোল প্রতিনিধি:  বেনাপোলে ১৩ জন আসামি আটক  এবং ৪ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। পোর্ট থানার অভিযানে ৭ জন গ্রেফতারি পরোয়ানাভুক্ত ও ৬ জন নিয়মিত মামলার আসামি গ্রেফতার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

সোমবার ভোরবেলা থেকে বিকাল ৫ টা পর্যন্ত থানার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে এ আসামি আটক ও গাজা উদ্ধার করে।

গ্রেফতারকৃত আসামিরা হলো:- ভবেরবেড় গ্রামের ১, অহেদ আলীর ছেলে রহমত আলী (৩৩) ২, পোড়াবাড়ি গ্রামের নুর হোসেন এর ছেলে মেছের আলী.৩, ভবেরবেড় গ্রামের মফিজুর এর ছেলে রাজু (২৬) ৪, রঘুনাথপুর গ্রামের নুর ইসলাম এর ছেলে হৃদয় হাসান (২১) ৫, মানকিয়া গ্রামের মহর আলীর ছেলে মোসলেম মোড়ল (৪৫) ৬, একই গ্রামের মোসলেম মোড়ল এর স্ত্রী আতুয়ারা বেগম (৪০)  ৭, ধান্যখোলা গ্রামের ফরমান আলীর ছেলে রফিকুল ইসলাম (৪৫)।

নিয়মিত আসামিরা হলো নড়াইল জেলার পাচকাউনিয়া গ্রামের ৮, আনেজ আলী বিশ্বাস এর ছেলে আসলাম বিশ্বাস (৩৯) ৯,একই গ্রামের নুর ইসলামের ছেলে সিদ্দিক বিশ্বাস (২৪) ১০, মনির হোসেন এর স্ত্রী  রুমা বেগম (৩২) ১১,  আসলাম বিশ্বাস এর মেয়ে শাহনাজ বেগম (৩৬) ১২, তেরখাদা উপজেলার শরীফ মিয়ার ছেলে হাসমত শরীফ (৩৬) ১৩, কালিয়া উপজেলার মাধবপাশা গ্রামের ওসমান গনির  ছেলে তোতা মোল্লা (৫৩)।

এসময় বেনাপোল আন্তর্জাতিক বাস টার্মিনালে অভিযান চালালে বিআরটিসির (ঢাকা মেট্রো-ব ১৫-৬০১৫ ) একটি বাস থেকে ৪ কেজি গাজা উদ্ধার হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মাদক ব্যবসায়িরা পালিয়ে যায়।

বেনাপোল পোর্ট থানা ওসি মোঃ রাসেল মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন,আসামিদের যশোর আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *