ভাঙ্গুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন

সিরাজুল ইসলাম আপন, ভাঙ্গুড়া (পাবনা): পাবনার ভাঙ্গুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। শনিবার(১৬ ডিসেম্বর) দিন ব্যাপি বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীর শেষ্ঠ সন্তানদের স্মরণ করা হয়। দিবসের সূচনা লগ্নে ভাঙ্গুড়া কেন্দ্রীয় শহীদ চত্বরে ভাঙ্গুড়া থানা পুলিশের কর্মকর্তাদের উপস্থিতিতে ৩১ বার তপোধ্বণির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ মো. মকবুল হোসেন সূর্য উদয়ের সাথে সাথে ভাঙ্গুড়া বাজারের কেন্দ্রীয় শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পন করেন মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী জাতীর বীর শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন। এর পর পর উপজেলা চেয়ারম্যানের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. বাকী বিল্লাব, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মো. আরাফাত হোসেন, পৌর সভার পক্ষ থেকে মেয়র গোলাম হাসনাইন রাসেল। উপজেলা আওয়ামীলীগ, ভাঙ্গুড়া থানা পুলিশ, ভাঙ্গুড়া প্রেস ক্লাব, উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী, উপজেলা স্বাস্থ্য বিভাগ,পল্লী বিদ্যুৎ অফিস, বিভিন্ন আধাসরকারি, স্বায়ত্বশাষিত প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন।

অপরদিকে উপজেলা পরিষদ মাঠ চত্বরে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে শান্তির পায়রা ও বেলুন উরিয়ে শুভ ঘোষনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. বাকী বিল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার মো. আরাফাত হোসেন, সহকারি কমিশনার(ভুমি) তাসমীয়া আক্তার রোজি, অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, সুধী মন্ডলী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী বৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউএনও মো. আরাফাত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান বাকী বিল্লাহ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে কুচকাওয়াজ ও শারীরিক কসরত ও এর নৈপুণ্যত প্রদর্শন করেন। অনুষ্ঠানের বিভিন্ন ক্রীড়া ইভেন্টের পর বিজীয়দের মধ্যে পুরুষ্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published.