ভাঙ্গুড়ায় সাদ অনুসারীদের বিচারের দাবিতে বিক্ষোভ

মজিবুর রহমান (রতন) ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় ইজতেমা ময়দানে হামলাকারী মাওলানা সাদ অনুসারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলা উলামা-মাশায়েখ, তাবলীগের সাথী ও ছাত্র-জনতার আয়োজনে পৌর শহরের খাদ্য গুদামের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।এর আগে এাটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা রকিব উদ্দিন আহমাদের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা জয়নুল আবেদীন, মুফতি আব্দুল আজিজ, মাওলানা মানসুরুল হক প্রমুখ।

সমাবেশ থেকে, ২০১৮ সালের ১ ডিসেম্বর ও ২০২৪ সালের ১৮ ডিসেম্বর টঙ্গীর ইজতেমা ময়দানে হামলার ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে সাদপন্থী খুনিদের ফাঁসির দাবি জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published.