ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল বাংলাদেশী ৭ যুবক

মোঃ আনিছুর রহমান, বেনাপোল প্রতিনিধিঃ ভারতে  ৩ বছর জেল  খেটে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরল ৭ যুবক। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার সময় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে।

ফেরত আসারা হলেনঃ নরসিংদী জেলার আলকাজ মিয়ার ছেলে রিয়াদ মনি (২৫) একই জেলার গোপাল মিয়ার ছেলে রহিম মিয়া (২৭) গাজিপুর জেলার মফিজ মোল্যার ছেলে  রশিদ মোল্যা (২৮) কুমিল্লা জেলার সিদ্দিকুর এর ছেলে আল আমিন (২৩) সুনামগঞ্জ জেলার আবদুস সাত্তার এর ছেলে সোহেল মিয়া (২৬) গাজিপুর জেলার চাঁন মিয়ার ছেলে বাছেদ মিয়া (২৮) নারানগঞ্জ জেলার সাহাজান বেপারীর ছেলে ফরিদ (৩০) হোসেন।

বেনাপোল ইমিগ্রেশন ওসি কামরুজ্জামান বলেন, ভালো কাজের আসায় এরা দালালদের খপ্পরে পড়ে অবৈধ পথে পাসপোর্ট ভিসা বাদে ভারতে যায়। এরপর তারা ভারতের তামিলনাড়– প্রদেশে বিভিন্ন কাজ করার সময় সেদেশের পুলিশের কাছে আটক হয়। এরপর তারা আদালতের মাধ্যেমে তামিল নাড়– জেলখানায় তিন বছর থাকার পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে দেশে ফেরে। ইমিগ্রেশন এর আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার এস আই জন্টু বলেন, থানার আনুষ্ঠানিকতা শেষে তারা নিজ নিজ বাড়ি ফিরে যাবে।

Leave a Reply

Your email address will not be published.