ভারতে মহানবী (সাঃ) কে কটূক্তির প্রতিবাদে কালাই বিক্ষোভ মিছিল

মোঃ মোকাররম হোসাইন জয়পুরহাট জেলা প্রতিনিধি: ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে জয়পুরহাটের কালাইয়ে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২৭সেপ্টেম্বর)জুম্মার নামাজ আদায়ের পর আন-নাজাত ফাউন্ডেশনের আয়োজনে
বাসস্ট্যান্ড চত্বর থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের জয়পুরহাট-মোকামতলা মহাসড়কের পাঁচশিরা বাজার হয়ে বাস স্ট্যান্ড চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে আন-নাজাত ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক মোহাম্মদ জিন্নাহর সঞ্চালনায় হাতিয়র কামিল মাদরাসার অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আহলে হাদিস মসজিদের ইমাম মাওঃ সেলিম রেজা, অধ্যক্ষ মোঃ তাইফুল ইসলাম ফিতা, অধ্যক্ষ মোঃ শাহজাহান আলী, মাওঃ মোজাফ্ফর হোসেন, পৌরবিএনপি নেতা মোঃ আব্দুল আলীম, মাওলানা মোঃ ইমামুল হক, ইমাম শহিদুল ইসলাম, মাওলানা আইয়ুব আনসারী, আরিফুজ্জামান আরিফ, কালাই ডিগ্রি কলেজের সভাপতি মোঃ তাজ উদ্দীন, ইনসাফ পার্টির শামীম আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, চলতি মাসের শুরুর দিকে বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ মহারাষ্ট্রের এক ধর্মীয় সভায় মহানবী (সাঃ) এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেন। এতে সমর্থন দেন রাজ্যেরই বিজেপি বিধায়ক নিতেশ রানা। এছাড়াও মসজিদে ঢুকে মুসলিমদের ওপর হামলা চালানোর হুমকিও দেন ঐ কট্টর হিন্দুত্ববাদী নেতা।
তারা আরোও বলেন পৃথিবীর কোনো ধর্মই অন্য ধর্মকে কটূক্তি করার শিক্ষা দেয় না। মানবতার শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ (সাঃ)-কে অপমান করার মধ্যে দিয়ে মানবতাবাদী আদর্শকে অপমান করা হয়েছে। প্রকৃত মুমিনরা কখনও উগ্রবাদকে ছাড় দেয় না। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

Leave a Reply

Your email address will not be published.