মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে জাতীয় পার্টির ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১লা জানুয়ারি) জিয়া বাজার জাতীয় পার্টির কার্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতি সন্ধ্যার আয়োজন করা হয়।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো.মাসুদ রানার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক সেকেন্দার আলী, জেলা ছাত্র সমাজের সম্পাদক মো.মোতালেব হোসেন,সিনিয়র সহ-সভাপতি
মো.মোস্তফা কামাল, সহ-সভাপতি শাহিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক হরিপদ রায় প্রমুখ।
উল্লেখ্য,অনুষ্ঠানের একদিন আগে একদল দুর্বৃত্ত জাতীয় পার্টির মঞ্চ ও ব্যানার ছিড়ে অনুষ্ঠান ভুন্ডল করতে চেয়েছিলো। পরে থানা পুলিশের সহযোগিতায় প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।