মোহাম্মদ আককাস আলী, প্রতিনিধি মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় বছরের প্রথম দিনেই ঝড়লো দু’জনের প্রাণ, আহত হয়েছে অন্তত চারজনের।
মর্মান্তিক এসড়ক দূর্ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ১১ টারদিকে নওগাঁর মহাদেবপুর উপজেলাধীন নওগাঁ টু নজিপুর আঞ্চলিক মহাসড়কের খুন্তির মোড় নামক এলাকায়। নিহতরা হলেন, মহাদেবপুর উপজেলার পশ্চিম খাঁপুর গ্রামের মৃত ইসাহাক সরদারের ছেলে মোশারফ হোসেন এবং মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হেলথ এসিসটেন্ড আফতাব উদ্দীন। এছাড়া আহতরা হলেন,মোটরসাইকেল চালক মহিনগর গ্রামের মোবারক হোসেনের ছেলে আরিফ হোসেন, পঞ্চগড় জেলার চকপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আনসার আলী,পত্নীতলা উপজেলার পাটিচরা গ্রামের ইলিয়াছ আলীর মেয়ে সীতা, ধামইরহাট উপজেলার হেরেম সোনাদিঘী গ্রামের নিমাইয়ের ছেলে বাতরাজ। স্থানীয়রা জানায়, যাত্রীবাহী একটি বাস ঘটনাস্থলে মাইক্রোবাসকে ওভারটেক করার সময় পাশের সংযোগ রাস্তা থেকে হঠাৎ করেই একটি মোটরসাইকেলের সড়কে উঠলে এসময় বাসটি নিয়ন্ত্রন হাড়িয়ে মোটরসাইকেলে সাথে সংঘর্ষ ও যাত্রীবাহী বাসটি উল্টেপড়ে। এতে দূর্ঘনাস্থলেই মোশারফ হোসেনের মৃত্যু হয়। স্থানিয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে গুরুতর আহত আফতাব উদ্দীনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
সড়ক দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি মো. হাশমত আলী।