মাগুরা জেলা প্রশাসক বিশ্ব মা দিবস উপলক্ষে রত্নগর্ভা মা’দের সম্মাননা প্রদান করেন

খন্দকার নজরুল ইসলাম মিলন,মাগুরা প্রতিনিধি: মা মাগো মা আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হবো বলে, তোমার রক্ত কোণে ঠাঁই দিলে মা ধন্য হলাম আমি, চোখ মিলতেই তোমার দু চোখ দেখতে পেলাম আমি, ধন্য হলাম আমি। আমার জন্য শৈলে তুমি অশেষও ব্যথা বুঝিয়ে দিলে মা হাওয়া নয় মুখের কথা, তোমার রক্ত কুনে ঠাই দিলে মা ধন্য হলাম আমি মানুষ হবো বলে।
আজ বিশ্ব মা দিবস। মা নাই গৃহে যার সংসার অরণ্য তার দেখলে মায়ের মুখ মুছে যায় শব দুখ। এই পৃথিবীতে যাদের মা আছে তারা বিষয়টা ভাববে এক রকম, আর যাদের মা নেই তারা বিষয়টা ভাববে অন্যরকম, আবার অনেকে আছে যারা মা থাকতেও মায়ের দরদ বোঝেনা।
বিশ্ব মা দিবস উপলক্ষে এই প্রথম কোন জেলা প্রশাসক মায়েদের কে সম্মান দেওয়ার জন্য, আলোচনা সভা ও রত্নগর্ভা মা’দের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করেন।
১৪ ই মে রবিবার ২০২৩ ইং মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবু নাসের বেগ, জেলা প্রশাসক মাগুরা।
অনুষ্ঠানে তিনজন গুণী নারীকে ‘রত্নগর্ভা মা’ এর সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা স্মারক হিসেবে তাদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ টাকা তুলে দেন জেলা প্রশাসক, মাগুরা জনাব মোহাম্মদ আবু নাসের বেগ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন যে, একজন সন্তানকে গর্ভে ধারণ করা থেকে শুরু করে আমৃত্যু সন্তানের পেছনে অবর্ণনীয় কষ্ট করে থাকেন একজন মা। সন্তানকে সুশিক্ষিত ও প্রতিষ্ঠিত করতে দিনরাত পরিশ্রম করেন মায়েরা। তিনি পৃথিবীর সব মায়েদের প্রতি তাঁর অকুন্ঠ শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ কলিমুল্লাহ, এডিশনাল এসপি, মাগুরা, মোঃ আব্দুল কাদের, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, মাগুরা।

Leave a Reply

Your email address will not be published.