মাগুরায় সাংবাদিকের নামে মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

মাগুরা প্রতিনিধি, খন্দকার নজরুল ইসলাম মিলন : মাগুরায় দৈনিক আমার সংবাদ,মুভি বাংলা টিভির জেলা প্রতিনিধি এবং মাগুরা সাংবাদিক ফোরামের সভাপতি মিরাজ আহমেদের নামে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে আদালত প্রাঙ্গণে মানববন্ধন করেছে মাগুরা সাংবাদিক সমাজ।
রবিবার (৩১ মার্চ) সকাল ১১.০০ ঘটিকায় মাগুরা জেলা জজ আদালতের সামনের সড়কে মাগুরা সাংবাদিক সমাজ এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
এসময় জানা যায়, শ্রীপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জোয়ার্দার স্বণালী রিয়া ও মাসুম মন্ডলের পরিবারের সদস্যদের মধ্যে ‘সেনাবাহিনীর ভুয়া নিয়োগ’ নিয়ে দুটি পক্ষ বিবাদে লিপ্ত হয়। এরই জের ধরে উভয় পক্ষের মধ্যে কয়েক দফা ঝামেলা হয়। যার ফলে উভয় পক্ষই আইনের আশ্রয় নেয়। ভুক্তভোগী মাসুম মন্ডল শ্রীপুর থানা এবং মাগুরা জেলা আদালতে মামলা দায়ের করেন মামলা নং মাগুরা সি,আর ৩৬৪/২৪।
কোন প্রকার সমাধান বা মীমাংসা না হওয়ায় এর একপর্যায়ে ভুক্তভোগী মাসুম মন্ডল সাংবাদিক কর্মীদের আশ্রয় নিলে সাংবাদিক কর্মী তথ্যসূত্র নিশ্চিত হয়ে নিউজ প্রকাশ করেছেন। আর এ ঘটনায় অভিযুক্ত জোয়ার্দার স্বণালী রিয়া সাংবাদিক মিরাজ আহমেদ এর উপর আক্রমনাত্মক হয়ে ফেসবুকে অপপ্রচার চালান এবং সাইবার ট্রাইবুনাল ঢাকা সাইবার নিরাপত্তা আইনে ২৩/২৪/২৫/২৬/২৯/৩৩ধারা দিয়ে একটি মিথ্যা মামলা করেন। মামলায় মিরাজ আহমেদ কে উদ্দেশ্যমূলকভাবে চার জনের মধ্যে এক নাম্বার আসামি করা হয়েছে।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন মাগুরা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমানসহ উপস্থিত সাংবাদিকগণ।
এ সময় উপস্থিত ছিলেন মাগুরা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য সচিব ও সময় টেলিভিশনের মাগুরা জেলা প্রতিনিধি শেখ ইলিয়াস হোসেন মিথুন,এসএ টেলিভিশন ও ঢাকা টাইমসের জেলা প্রতিনিধি আব্দুল আজিজ,দৈনিক গ্রামের কাগজের মাগুরা প্রতিনিধি ও মাগুরা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইকরাম হোসেন আকরাম,দৈনিক ভোরের ডাক এর জেলা প্রতিনিধি সাজ্জাদ হোসেন,দৈনিক স্বদেশ প্রতিদিনের মাগুরা জেলা প্রতিনিধি ফারুক আহমেদ,আনন্দ টেলিভিশনের জেলা প্রতিনিধি সুজন মাহমুদ,এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি ইমরুল, দৈনিক খবর বাংলাদেশ এর জেলা প্রতিনিধি মিজানুর রহমান রেন্টু,দৈনিক বজ্রশক্তির মাগুরা জেলা প্রতিনিধি আলীম শেখ,দৈনিক পর্যবেক্ষণের মহম্মদপুর উপজেলা প্রতিনিধি শামীম আহমেদ, দৈনিক এশিয়া বানীর মনির সহ প্রমুখ সাংবাদিকবৃন্দ।
এসময় বক্তারা অবিলম্বে সাংবাদিক মিরাজ আহমেদের নামে করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করাসহ দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি সারা দেশে সাংবাদিক নির্যাতন বন্ধেরও দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

Leave a Reply

Your email address will not be published.