মাগুরায় ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মৃত্যুবার্ষিকী পালিত 

খন্দকার নজরুল ইসলাম মিলন  মাগুরা প্রতিনিধি: মাগুরায় ভাষা সৈনিক, বিশিষ্ট রাজনীতিবিদ, শ্রীপুর আঞ্চলিক বাহিনীর উপ অধিনায়ক ও সাবেক জেলা কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা মোল্লা নবুয়ত আলীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সোমবার (১৩ ফেব্রুয়ারী) মাগুরা আসাদুজ্জামান মিলনায়তনে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।
মাগুরা জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আয়োজনে জেলার সাবেক ডেপুটি কমান্ডার এস এম আব্দুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযুদ্ধা আ ফ ম আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক পঙ্কজ কুমার কুন্ডু, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুন্সি রেজাউল ইসলাম, মাগুরা পৌরসভার মেয়র খুরশীদ হায়দার টুটুল সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
সভায় বক্তারা বলেন, ‘দেশের ভাষা আন্দোলন ও মহান স্বাধীনতা সংগ্রাম এবং রাজনীতিতে ১৯৭১ এর গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বীর মুক্তিযোদ্ধা মোল্লা নবুয়ত আলীর অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মোল্লা নবুয়ত আলীর ছেলে সাবেক চেয়ারম্যান মুতাসিম বিল্লাহ সংগ্রাম। সংগ্রাম তার বক্তব্যে বলেন, ‘মোল্লা নবুয়ত আলী সারাজীবন এলাকার সাধারণ মানুষের সেবায় কাজ করে গিয়েছেন।’ ‘আমার বাবার মতো নিবেদিতপ্রাণ জন ও কর্মীবান্ধব নেতা আজ দেশের রাজনীতিতে দুর্লভ,’ যোগ করেন তিনি।
বীর মুক্তিযোদ্ধা মোল্লা নবুয়ত আলী ১৯৩৯ সালের ১১ আগস্ট মাগুরা জেলার শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বাংলাদেশ মুক্তিযুদ্ধা কমান্ডের একজন কমান্ডার। ২০০৭ থেকে ২০২২ সাল পর্যন্ত মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। বার্ধক্যজনিত কারণে ২০২২ সালের ১০ ফেব্রুয়ারী এই নেতা ও বীর মুক্তিযোদ্ধা মৃত্যুবরণ করেন।

Leave a Reply

Your email address will not be published.