যষ্ঠ ও সপ্তম শ্রেণির শিখন-শেখানো বিষয় ভিত্তিক ৬ দিনের প্রশিক্ষণ শুরু

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃ জাতীয় শিক্ষাক্রম রূপরেখার আলোকে যষ্ঠ ও সপ্তম শ্রেণির শিখন শেখানো কার্যক্রম প্রণয়নে নওগাঁ ও নাটোর জেলায় বিষয় ভিত্তিক প্রশিক্ষকদের ৬ দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার সকাল ৯ টায় নওগাঁর নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসায় ও নাটোর জেলার নববিধান বালিকা বিদ্যালয়ে শুরু হওয়া এ প্রশিক্ষণ শেষ হবে আগামী ৩১ ডিসেম্বর। নওগাঁ জেলায় এ প্রশিক্ষণ কার্যক্রমটি পরিদর্শন করেন নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান ও নাটোর জেলার ভেন্যু পরিদর্শন করেন নাটোর জেলা প্রশাসক শামীম আহম্মেদ।
নওগাঁর গাউসুল আযম কামিল মাদ্রাসা ভেন্যুতে নওগাঁ ও নাটোর এ দুই জেলার গণিত, ধর্ম (ইসলাম ও হিন্দু), বিজ্ঞান ও স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে মোট ২শ ৭০ জন প্রশিক্ষক অংশগ্রহণ করেছেন এবং নাটোরের নববিধান বালিকা বিদ্যালয় ভেন্যুতে নওগাঁ ও নাটোর জেলার বাংলা, ইংরেজি, ডিজিটাল টেকনোলজি, শিল্প ও সংস্কৃতি, জীবন ও জীবিকা এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের মোট ৩শ ২৪জন প্রশিক্ষক প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।
প্রশিক্ষণ নিতে নওগাঁ থেকে নাটোরে আসা নওগাঁ সদর উপজেলার কুশাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল বারিক তরফদার, চকনোদবাটি দাখিল মাদ্রাসার শিক্ষক মোঃ ইমরুল কায়েসসহ অন্যান্য শিক্ষকগণ বলেন, জাতীয় শিক্ষাক্রম রূপরেখা-২০২১ এর আলোকে প্রণীত জাতীয় শিক্ষাক্রম ২০২২ কে বাস্তবায়ন ও প্রণীত এ শিক্ষাক্রমে পাঠ্যপুস্তকের পাশাপাশি প্রয়োজনীয় অন্যান্য শিখন সামগ্রী ব্যবহার করে কিভাবে শ্রেণি কার্যক্রমকে আনন্দময়, ফলপ্রসূ ও শিক্ষার্থী কেন্দ্রিক করা যায় তার উপর সর্বাধিক জোর দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.