রামগতিতে কৃষি মেলা অনুষ্ঠিত

লক্ষ্মীপুর, প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতিতে তিন দিনব্যাপী কৃষি মেলা – ২০২৩ অনুষ্ঠিত।

নোয়াখালী ফেনী লক্ষীপুর চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রামগতি এর আয়োজনে ও উপজেলা প্রশাসন রামগতির সহযোগিতায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হয়।
মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার এ তিন দিনব্যাপী এ মেলায় উপজেলা নির্বাহী অফিসার এসএম শান্তনু চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি লক্ষীপুরের উপ-পরিচালক ডঃ মুহাম্মদ জাকির হোসেন, প্রধান আলোচক ছিলেন উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র এম মেজবাহ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ মুরাদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হযরত আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রাহিদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা ফারুক প্রমূখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ রিয়াজ উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক মুহাম্মদ নিজাম উদ্দিন।

মেলায় উন্নত জাতের নানান প্রজাতির ফল গাছ সহ বিভিন্ন প্রজাতির ফলদ বৃক্ষ নিয়ে ষ্টল সাজিয়েছেন নার্সারী মালিকরা ও আধুনিক প্রযুক্তির বিভিন্ন কৃষি কৌশল কৃষকের সামনে নিয়ে আসেন কৃষি বিভাগ।

Leave a Reply

Your email address will not be published.