রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে “সংবাদ লেখার কৌশল শীর্ষক কর্মশালা” অনুষ্ঠিত

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃ নওগাঁর মহাদেবপুরে সংবাদ লেখার কৌশল শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মহাদেবপুর  ডাকবাংলো মিলনায়তনে মহাদেবপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে বিভিন্ন গণমাধ্যমের ২২ জন প্রতিনিধি নিয়ে এ কর্মশালা আয়োজন করা হয়।
এতে সভা প্রধান হিসেবে উপস্থিত ছিলেন, মহাদেবপুর রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি ও সিনিয়র সাংবাদিক কাজী সাঈদ টিটো। রিপোর্টার্স ইউনিটি’র সাধারণ সম্পাদক কাজী সামছুজ্জোহা মিলন এর সঞ্চালনায় রিসোর্স পারসন হিসেবে সংবাদ লেখার বিভিন্ন কৌশলের উপর প্রশিক্ষণ দেন, সিনিয়র সাংবাদিক ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি গৌতম কুমার মহন্ত ও যায়যায়দিন প্রতিনিধি ইউসুফ আলী সুমন।
এ কর্মশালায় মহাদেবপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদকসহ অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহাদেবপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি ওয়াসিম আলী, প্রচার সম্পাদক সুজন হোসেন, সদস্য দৈনিক যায়যায়দিনের মান্দা প্রতিনিধি মাহবুবুজ্জামান সেতু, সদস্য সাইফুর রহমান সনি, মহাদেবপুর রিপোর্টার্স ইউনিটি’র সিনিয়র সহ-সভাপতি ও নওগাঁ জেলা প্রেস ক্লাব এর মেম্বার শহিদুল ইসলাম জি. এম. মিঠন, সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন কুমার বুলেট, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, অর্থ সম্পাদক এস, এম, শামীম হাসান, শিক্ষা ও গবেষণা সম্পাদক অহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী আবু হুরাইরা শিলন, দপ্তর সম্পাদক কাজী রওশন জাহান, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক আব্দুর রহমান, কার্য নির্বাহী সদস্য মেহেদী হাসান, সোহেল রানা সোহেল, রফিকুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.