রুমায় আওয়ামীলীগের ত্রি-বাষিক সম্মেলন সম্পন্ন

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবানের রুমা উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে শৈমং মারমা ও সাধারণ সম্পাদক পদে সাংপুই বম নির্বাচিত হয়েছেন।

রোববার (১১ জুন) সকাল ১১টায় রুমা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাঁকজমকপূর্ণ পরিবেশে উপজেলা অডিটোরিয়াম হলরুমে এই ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। তবে সকাল থেকে দলীয় নেতাকর্মীরা আলাদা আলাদা দলে দলে মিছিলে সম্মেলন স্থলে উপস্থিত সমাবেত হতে থাকে। এতে কানায় কানায় সম্মেলন স্থল লোকে লোকারণ্য হয়ে ওঠে। রুমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা দেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী।
জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত-সাধারণ সম্পাদক লক্ষিপদ দাস এ সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা দেন। এসময় রুমা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান থাংখামলিয়ান বম সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বান্দরবান জেলা আওয়ামিলীগের সহ- সভাপতি রাংলাই ম্রো, বান্দরবান জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু মারমা, জেলা আওয়ামীলীগের দপ্তর অনিল কান্তি দাশ, জেলা আওয়ামীলীগের সদস্য ও জেলা পরিষদের সদস্য জুয়েল বম, রুমা উপজেলা শাখা আওয়ামীলীগের সহ-সভাপতি ও রুমা সদর ইউপি চেয়ারম্যান শৈমং মারমা, রুমা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি দিলীপ কুমার দাশ, গালেঙ্গা ইউনিয়নের আওয়ামিলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেনরত ম্রো, রেমাইক্রী ইউনিয়নের আওয়ামিলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিরা বম ও দলের ইউনিয়ন ও ওয়ার্ড শাখা নেতৃবৃন্দ।

বিকালে দ্বিতীয় অধিবেশন শুরু হয় এবং প্রত্যক্ষ ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে নির্বাচিত হয়েছেন সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যথাক্রমে শৈমং মারমা ও সাংপুই বম

সভাপতি পদে প্রার্থী হিসেবে প্রতিদন্দ্বীতা করেন আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা ও আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও রুমা সদর ইউপি চেয়ারম্যান শৈমং মারমা। সাধারণ সম্পাদক পদে প্রতিদন্দ্বীতা করেন তিনজন। এরা হলেন রুমা আওয়ামী লীগের সহ-সভাপতি রাজীব মল্লিক, সিনিয়র সহ-সভাপতি শৈমং মারমা ও সহ-সভাপতি সাংপুই বম।
গণতান্ত্রিক উপায়ে ১৯৫জন দলীয় সদস্যদের মধ্যে ১৪৮জন প্রত্যক্ষভাবে এ কাউন্সিলে ভোটাধিকার প্রয়োগ করা হয়।
পরে সভাপতি ও সম্পাদক হিসেবে ঘোষনা করেন ত্রি-বার্ষিক ও কাউন্সিলে প্রধান অতিথি ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী ।

আগামী ২৫জুনের মধ্যে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সাথে সমন্বয় করে ৭১সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ উপজেলা কমিটি গঠন পূর্বক জেলা কমিটি নিকট নির্দেশনা দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published.