শৈহ্লাচিং মারমা রুমা প্রতিনিধি: বান্দরবানের রুমায় পাইন্দু ইউনিয়নে মংশৈপ্রু পাড়া বৌদ্ধ বিহার আগুনে পুড়ে ছাই হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় সাড়ে সাতটার দিকে বৈদ্যুতিক তার থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানা গেছে।
ওই বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক মেম্বার চাইখেউ মারমা বলেছেন, বিহার স্থাপনা ছাড়াও কমপক্ষে পাঁচ লক্ষ টাকার অস্থাবর সয়-সম্পত্তি ভুস্মীভূত হয়েছে।
তিনি আরো বলেন, তাঁর পিতার বেঁচে থাকতে নিজেদের উদ্যোগে বিহারটি নির্মাণ করেছিলেন। পুরোনো এ বৌদ্ধ বিহার এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সব মিলে কমপক্ষে ১০ লক্ষ টাকার পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে। বৌদ্ধ বিহারের পাশাপাশি থাকা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পরিচালিত একটি পাড়া কেন্দ্রও আগুনে পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে।
বৌদ্ধ বিহারে বিহারে বিহারাধ্যক্ষ ইন্দ্রাবংশ ভিক্ষু বলেছেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিহারের বৈদ্যুতিক তার থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। তখন তাঁর শিষ্য ভিক্ষু রান্নাঘরে ছিলেন।
রুমার ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোসেন বলেন, অগ্নিকান্ডের খবর পাওয়ার পর সেখানে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। তবে কোন রাস্তাঘাটের ব্যবস্থা না থাকায় যাওয়া সম্ভব হয়নি। তবে খবর নিয়েছি , এর মধ্যে পাড়ার লোকজন আগুন নিয়ন্ত্রণে এনেছে।