ওবাইদুল হক (স্টাফ রিপোর্টার) : চকরিয়ায় পূর্ব বড় ভেওলা নয়া পাড়া ইয়ং স্টার ক্লাব কর্তৃক ০২/০১/২০২৫ ইং তারিখ ২য় কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে সবুজবাগ ফুটবল একাদশ দল ও সাহারবিল নয়াপাড়া ইয়ং স্টার ক্লাব অংশগ্রহণ করে।সাহারবিল পশ্চিম নয়া পাড়া ইয়ং স্টার ক্লাব বিজয়ী হয় এবং সবুজবাগ ফুটবল একাদশ পরাজিত হয়। বিজয়ী দল পরবর্তীতে সেমি ফাইনাল খেলায় অংশগ্রহণ করবে। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সাহারবিল নয়া পাড়া ইয়ং স্টার ক্লাবের খেলোয়াড় মোহাম্মদ আরিফ।
উক্ত ক্রীড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশরাফুল ইসলাম খিজির, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), মাতামুহুরি সাংগঠনিক উপজেলা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া কোরক বিদ্যাপীঠের সহকারী প্রধান শিক্ষক ফজলুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নুরুল ইসলাম, সিনিয়র শিক্ষক (ইংরেজি), চকরিয়া কোরক বিদ্যাপীঠ এবং ওবাইদুল হক, সিনিয়র শিক্ষক (ইংরেজি), চকরিয়া কোরক বিদ্যাপীঠ। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্তিত ছিলেন পূর্ব বড় ভেওলা নয়া পাড়া ইয়ং স্টার ক্লাবের উপদেষ্টা মোহাম্মদ শোয়াইব এবং পূর্ব বড় ভেওলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আলম।
শৃঙ্খলা ও সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে নিয়োজিত ছিলেন পূর্ব বড় ভেওলা নয়া পাড়া ইয়ং স্টার ক্লাবের সভাপতি মোহাম্মদ সাজিদ, সাধারণ সম্পাদক নিশান, সদস্য বাবুরী, রিয়াদ, আইয়ুব, হানিফ, আরমান, রিদুয়ান, শিহাব, তোহা এবং পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের দফাদার গিয়াস উদ্দিন।