“শার্শায় এশিয়ান টিভির ১১-তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত”

মোঃ আনিছুর রহমান, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় বর্ণাঢ্য আয়োজনে এশিয়ান টেলিভিশনের ১১-তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার বেলা ১টার সময় শার্শা উপজেলা পরিষদ চত্ত¡রে র‌্যালী ও কমপ্লেক্স অডিটোরিয়াম ভবনে কেক কেটে বর্ণিল আয়োজনের মধ্যে দিবসটি উদযাপিত হয়।

উৎসবমুখর এ অনুষ্ঠানমালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।

এশিয়ান টেলিভিশনের যশোর প্রতিনিধি সেলিম আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু বলেন, সাংবাদিকদেও ক্ষুরধার লেখনীর মাধ্যমে সমাজের আমূল পরিবর্তনের পাশাপাশি বিশ্ব দরবারে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সাংবাদিক বান্ধব আওয়ামীলীগ সরকার দেশের প্রিন্ট, ইলেক্ট্রনিক্স, অনলাইনসহ সকল সংবাদ মাধ্যমকে গুরুত্ব সহকারে অনুধাবন ও মূল্যায়ন করে বলেই একসময়ের পিছিয়ে পড়া বাংলাদেশ এখন অতিদ্রæত স্মার্ট দেশের সম্মানে প্রতিষ্ঠিত হতে চলেছে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব, শার্শার সভাপতি ইয়ানুর রহমান, সাধারণ সম্পাদক সেলিম রেজা, নাভারন প্রেসক্লাবের সভাপতি আমিনুর রহমান, ইনডিপেন্ডেন্ট টিভির উপজেলা প্রতিনিধি আব্দুর রহিম, বন্দর প্রেসক্লাব বেনাপোলের সভাপতি ও দৈনিক স্পন্দন পত্রিকার বেনাপোল প্রতিনিধি শেখ কাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক ও সময় টিভির স্টাফ রিপোর্টার আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান, বাগআঁচড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আরিফুজ্জামান আরিফ, যায়যায় দিন পত্রিকার বেনাপোল প্রতিনিধি আশরাফ আলী, শার্শা প্রতিনিধি আশরাফুল, চ্যানেল এস টিভির প্রতিনিধি ইসমাইল হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, নাগরিক টিভির বেনাপোল প্রতিনিধি ও প্রেসক্লাব শার্শার সাংগঠনিক সম্পাদক ওসমান গণি, বাগআঁচড়া প্রেসক্লাবের সহ-সভাপতি শহিদুল ইসলাম, গ্রামের কন্ঠের মফস্বল সম্পাদক জাহিদ হোসেন, চ্যানেল এস এর বেনাপোল প্রতিনিধি জসিম উদ্দিন, গেøাবাল টিভির বেনাপোল প্রতিনিধি রাসেল, দৈনিক যুগান্তর পত্রিকার ঝিকরগাছা প্রতিনিধি মহাসিন কবির, সকালের সময়ের বেনাপোল প্রতিনিধি সুমন হাসানসহ সাংবাদিক শাহাবুদ্দিন আহম্মেদ, বাংলাদেশ বুলেটিনের শার্শা প্রতিনিধি রবিউল ইসলাম, বাংলাদেশ সমাচারের শার্শা প্রতিনিধি ইকরামুল ইসলাম, নওয়াপাড়া পত্রিকার শার্শা প্রতিনিধি মেহেদী হাসান, গ্রামের কন্ঠের বাগআঁচড়া প্রতিনিধি নাজিম উদ্দিন জনি, যশোর বার্তার সোহাগ হোসেন, সাংবাদিক আব্দুল্লাহ, বিল্লাল হোসেন, আব্দুল জব্বারসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন পত্রিকার সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published.