শিক্ষক রাজেশ কুমার সাহা’র পিএইচডি ডিগ্রি অর্জনের যথার্থতা যাচাইয়ের নির্দেশ

ওবাইদুল হক (স্টাফ রিপোর্টার) : বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা পঞ্চগড় সরকারি মহিলা কলেজের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক রাজেশ কুমার সাহা (২৬১৯৭) এর পিএইচডি ডিগ্রি অর্জনের যথার্থতা যাচাইয়ের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। বৃহস্পতিবার ০৫/০২/২০২৫ ইং তারিখ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-৪ শাখার উপসচিব মোসা: রোকেয়া পারভীন কর্তৃক স্বাক্ষরিত এক আদেশ/পত্র সূত্রে এ তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাজেশ কুমার সাহা পিএইচডি ডিগ্রি অর্জন করায় নামের পূর্বে ডক্টর (ড.) ব্যবহারের জন্য মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা- এর মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করেছেন। কিন্তু বর্ণিত বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তার পিএইচডি ডিগ্রি অর্জনের যথার্থতা যাচাই করা প্রয়োজন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
সংশ্লিষ্ট সূত্রে আরো জানা যায়, উল্লেখিত বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তার অর্জিত পিএইচডি ডিগ্রির সনদ বিশ্ববিদ্যালয়ের মূল রেকর্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তা যাচাই করে মতামত প্রেরণের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কে নির্দেশনা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published.