মোহাম্মদ আককাস আলী, প্রতিনিধি মহাদেবপুর : তীব্র শীতে বেকায়দায় পড়েছে শীতার্ত হতদরিদ্র পরিবারগুলো। বিশেষ করে ছিন্নমূল, ভবঘুরে, নিম্ম আয়ের খেটে খাওয়া বিভিন্ন শ্রেণির শ্রমজীবী মানুষ ও বিভিন্ন শিশু সদনের শিশুরা। ওইসব শীতার্তদের দ্বারে দ্বারে শীতবস্ত্র নিয়ে ছুটছেন রানীনগরের ইউএনও মোহাইমেনা শারমীন।
তিনি মঙ্গলবার সন্ধ্যার পর উপজেলার আল মাদ্রাসাতুল কাশেমিয়া বায়তুল ইসলাম কওমীয়া মাদ্রাসা ও শিশু সদনে ১০৫টি, রাণীনগর বাজার দারুল উলুম শিশু সদনে ২২টি ও বিষ্ণপুর মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং-এ ২৫টি কম্বল বিতরণ করেন। এরপর রাণীনগর রেলওয়ে স্টেশনে থাকা ছিন্নমূল ও ভবঘুরে মানুষদের মাঝেও গরম কাপড় হিসেবে কম্বল বিতরণ করেন।
ইউএনও মোহাইমেনা শারমীন জানান,যতদিন শীতের দাপট অব্যাহত থাকবে ততদিন প্রকৃত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের এমন কার্যক্রম অব্যাহত থাকবে।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল জানান, জেলার শীতার্ত মানুষদের জন্য যথেষ্ট পরিমাণ গরম কাপড় (কম্বল) মজুত রয়েছে। শীতের দাপট শুরুর পর থেকে নির্দেশনা মোতাবেক প্রতিটি উপজেলা নির্বাহী কর্মকর্তারা তাদের উপজেলার শীতার্ত ছিন্নমূল, হরিজন পল্লী, ভবঘুরে ও নিম্ম আয়ের শীতার্তদের খুজে খুজে বের করে তাদের মাঝে সরকারের শীতবস্ত্র পৌছে দেওয়ার কার্যক্রম অব্যাহত রেখেছে।