শেষ মুহূর্তে জমে উঠেছে জয়পুরহাটে ২টি আসনেই নির্বাচনী প্রচারণা

মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট জেলা  প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেষ মুহুর্তে জয়পুরহাটের দু’টি আসনেই শেষ সময়ে জমে উঠছে নির্বাচনী প্রচার-প্রচারনা। নির্বাচনী আলাপ আলোচনায় মেতে উঠেছেন ভোটাররা। ভোটারদের আকৃষ্ট করতে প্রতিদিনই পাল্টে যাচ্ছে প্রার্থীদের প্রচারণা ও গণসংযোগের ধরন। দিনে রাতে ভোটারদের দরজায় কড়া নাড়ার পাশাপাশি নানা প্রতিশ্রুতিও দিচ্ছেন প্রার্থীরা।
জয়পুরহাট-২ আসনের পাড়া, মহল্লা, হাট বাজারে নৌকার প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপনের পক্ষে ভোট চেয়ে আক্কেলপুরের তিলকপুর এলাকায় মিছিল ও গণসংযোগ করেছেন স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা।
এসময় উপস্থিত ছিলেন, ভাটকুড়ি হাফেজিয়া ও কওমী মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা আছির উদ্দিন মন্ডল, তিলকপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক মেহেদী হাসান দিপু, যুগ্ন আহবায়ক নাছিম মন্ডল ও সদস্য সচিব দেলোয়ার হোসেন।
এ নির্বাচনে জয়পুরহাটের দু’টি আসনে সংসদ সদস্য পদে আওয়ামী লীগ, বিভিন্ন রাজনৈতিক দল ও সতন্ত্রসহ ১৫ জন প্রার্থী প্রতিদন্দিতা করেছেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের প্রার্থীকে যেন ভোট দিতে পারেন দাবি ভোটারদের।
নির্বাচনকে সামনে রেখে উৎসব মুখর পরিবেশে প্রচারণা চালিয়ে যাচ্ছেন সকল প্রার্থীরা। মাইকিং, পথসভা, গণসংযোগসহ চলছে সবর্ত্র ভোট প্রার্থনা। পোস্টারে ছেয়ে গেছে শহর, গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের অলিগলি। ভোট গ্রহণের দিন যতই এগিয়ে আসছে ততই দৌড়ঝাঁপ করছেন প্রার্থীরা।
জয়পুরহাট-১ ও ২ এ দু’টি আসন মিলে এবারের নির্বাচনে সর্বমোট ৭ লাখ ৭৯ হাজার ৬ শত ৯৯ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ৩ লাখ ৯২ হাজার ৫৮ জন নারী, ৩ লাখ ৮৭ হাজার ৬ শত ৩৪ জন পুরুষ ও তৃতীয় লিঙ্গের ৭ জন। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণে আইনশৃঙ্খলা বাহিনী কঠোরভাবে দায়িত্ব পালন করবেন এমনটাই প্রত্যাশা প্রতিদ্বন্দী প্রার্থীদের।

Leave a Reply

Your email address will not be published.