সেবা নিতে টাকা লাগে না, বললেন বদলগাছীথানার ওসি- মাহবুবুর রহমান

বুলবুল আহমেদ (বুলু), বদলগাছী নওগাঁ প্রতিনিধি-নওগাঁ বদলগাছী  থানার নবাগত অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান গত ০৯-১২-২০২৩ইং তারিখে যোগদান করেন। যোগদানের পর থেকে থানার আমূল পরিবর্তন এসেছে। সেবা প্রার্থীদের সরাসরি ওসির সাথে কথা বলার পরামর্শ দেয়া হচ্ছে। অভিযোগ দিলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহনে পুলিশ সদস্যরা তৎপর রয়েছে।
থানায় জিডি, মামলা, পুলিশ ক্লিয়ারেন্স ও অভিযোগ দিতে কোন টাকা লাগে না। কেউ টাকা দাবি করলে সরাসরি ওসিকে ফোন দিতে বলা হচ্ছে।
কালের সংবাদ প্রতিনিধি বুলবুল আহাম্মেদের এক সাক্ষাৎকারে বলেন, বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি)মাহবুবুর রহমান বলেন, আমি আমার নিজের দায়িত্ববোধ থেকে এ উদ্যোগ নিয়েছি। সাধারণ মানুষের মাঝে পুলিশ সম্পর্কে পজেটিভ ধারণা তৈরি ও হয়রানি থেকে মুক্ত থাকতে আমি সদা সচেষ্ট রয়েছি। আশাকরি এই উদ্যোগ সফল করতে সর্বসাধারণের অর্থাৎ বদলগাছী উপজেলাবাসীর সহযোগীতা কামনা করছি।
এদিকে থানার ওসির সচেতনতামূলক প্রচারণা সাধারণ মানুষ সাদরে গ্রহণ করছে।

Leave a Reply

Your email address will not be published.