স্বদেশ লাইফে সীমাহীন অনিয়ম

সীমাহীন অনিয়মে জড়িয়েছে নতুন প্রজন্মের জীবন বিমা কোম্পানি স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। আইন লঙ্ঘন করে অবৈধ ব্যয় করার পাশাপাশি কোম্পানিটিতে ব্যয় হয়েছে মাত্রাতিরিক্ত কমিশন। এমনকি কোম্পানির গ্রাহকের প্রিমিয়ামের টাকা লেনদেন হয়েছে মুখ্য নির্বাহী কর্মকর্তার (সিইও) ব্যক্তিগত ব্যাংক হিসেবে। সেই সঙ্গে নিয়োগের শর্ত অমান্য করে ইনসেন্টিভ বোনাস গ্রহণ করেছেন সিইও। অন্তঃদ্বন্দ্বে জড়িয়েছেন কোম্পানির পরিচালকরা।

ব্যক্তিগত ব্যাংক হিসাবে কোম্পানির প্রিমিয়ামের টাকা লেনদেনের পাশাপাশি স্বদেশ লাইফের সিইও অবৈধভাবে টার্গেট ইনসেন্টিভ নিয়েছেন। ২০১৯ থেকে ২০২২ সালের ৩১ আগস্ট পর্যন্ত এই ইনসেন্টিভ নেন তিনি, যা সিইও’র নিয়োগের শর্তের পরিপন্থি। কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বার্ষিক ব্যবসা সংগ্রহের টার্গেট দিয়ে অবৈধভাবে সিইওকে টার্গেট ইনসেন্টিভ দিয়েছে বলে আইডিআরএ’র তদন্ত কমিটির কাছে স্বীকার করেন ইখতিয়ার উদ্দিন শাহিন। তিনি তদন্ত দলকে জানান, পরিচালনা পর্ষদ তাকে তার টার্গেট পূর্ণ করার জন্য ২ শতাংশ ইনসেন্টিভ বোনাস দিয়েছে। তার বেতন-ভাতা কম হওয়ায় তাকে এ সুবিধা দিয়েছে বোর্ড। ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনজন সিইও’র জন্য কোম্পানি সর্বমোট ব্যয় করেছে ২ কোটি ১০ লাখ ৪০ হাজার টাকা।

Leave a Reply

Your email address will not be published.