হাকিমপুর বোয়ালদাড় ইউনিয়নে ভিডাব্লিউবির চাল বিতরণ

মোঃ নয়ন মিয়া, দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় উপকারভোগী গ্রামীণ দুস্থ নারীদের মাঝে চলতি (জুন-২৩) মাসের চাল বিতরণ করা হয়েছে।

(১৯ জুন) সোমবার বোয়ালদাড় ইউনিয়ন পরিষদ চত্বরে সারাদিনব্যাপী চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, বোয়ালদাড় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি ছদরুল ইসলাম।

উপজেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের তথ্য মতে, উপজেলার তিনটি ইউনিয়নে এক হাজার নয়শত চল্লিশ জন কার্ডধারী দুস্থ নারীদের প্রতি মাসে ৩০ কেজি করে চাল দেয়া হয়। এরমধ্যে বোয়ালদাড় ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির ৭২৭ জন উপকারভোগীদের মাঝে চলতি জুন মাসের চাল বিতরণ করা হয়।

এসময় তদারকি অফিসার উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার রবিউল ইসলাম, ইউপি সচিব জাহিদ হাসান, প্যানেল চেয়ারম্যান নাজমুল হোসেন, ইউপি সদস্য বকুল হোসেন, মাসুদ রানা, মহিলা ইউপি সদস্য বুলবুলি খাতুন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জাকির হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ইউপি চেয়ারম্যান ছদরুল ইসলাম বলেন, ভিডাব্লিউবি কর্মসূচির আওতায় আমার ইউনিয়নে ৭২৭ জন উপকারভোগী রয়েছেন। তিনি গ্রামীণ নারীদের উদ্দেশ্য বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সরকার, গরীব দুঃখীর সরকার। শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছে বলেই আপনারা এসব কর্মসূচির চাল পাচ্ছেন এবং দেশের উন্নয়ন হচ্ছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করার জন্য নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published.