৯ মার্চ গিয়াস উদ্দীন তাহেরী ওয়াজ করতে আসছেন বাউফলে

সানাউল হক (বাউফলপটুয়াখালী): পটুয়াখালীর বাউফলে আগামী ৯ মার্চ গিয়াস উদ্দীন তাহেরী ওয়াজ করতে আসছেন। বাউফলের কনকদিয়ার জাকেরাবাদে এই মাহফিল ৭, ৮ ও ৯ মার্চ হবে বলে পোস্টার প্রকাশ করা হয়েছে। এমতবস্থায় ফেসবুকে বইছে সমালোচনার ঝড়। অনলাইন এক্টিভিস্টরা বলেন, তাহেরি বিতর্কিত। তাকে বাউফলের মাটিতে ওয়াজ মাহফিল করতে আনা ঠিক হয়নি।

এ বিষয়টিকে গুরুত্ব দিয়ে ২ মার্চ বাউফল প্রতিদিন ডট কম তাহেরির আগমনে পত্রিকার পাঠকদের মতামত জানতে চেয়ে পোস্ট করলে সেখানে বাউফলের পাঠকরা মন্তব্য করেন। পাঠকদের সেই মতামতের আলোকে নিউজ প্রকাশ করছে বাউফল প্রতিদিন ডট কম। পাঠকদের কমেন্ট হুবহু নিচে তুলে ধরা হলো:-

এনামুল করিম খসরু নামের একজন লিখেন, এসব ওয়াজিন দের আনাগোনা উদ্দেশ্য মুলক বলে কেন যেন আমার মনে হয়। কারন, এদের কোন ভিত্তি বাউফলে নাই।ওয়াজিনদের মধ্যে ছারছিনার পীর ,চরমোনাইর পীর এবং যুব সমাজের আইকন মিজানুর রহমান আজহারীর মত মানুষের ভক্ত বাউফলে অসংখ্য আছে। আর এই যে কিছু আসতেছে বা যদি আসে এগুলি বিনোদন আর অন্য উদ্দেশ্য থাকতে পারে।

বরিশাল বিশ্ববিদ্যালয় কল্যাণ পরিষদের সভাপতি মোঃশাহাজাদা খান লেখেন, আসলে সত্যি কথা বলতে আমরা সবাই চাই সমাজ পরিবর্তন হোক বাট এই পরিবর্তন তো মানুষের দ্বারাই হবে তাই না?এখন কথা হচ্ছে একজন ভালো ওয়াজি একদিন ওয়াজ করলেই জে গোটা বাউফল কিংবা পটুয়াখালী পরিবর্তন হয়ে যাবে তা নয় বরং সাধারণ মানুষের ব্রেনে তাদের বেক্তিগত অন্যায়গুলো কিছুটা হলেও ধরা পরবে,কেউ কেউ ভালো হতে চাইবে,নিজ থেকেই নিজের কর্মকান্ডের জন্য অনুতপ্ত হবে।আর ওনাদের মতো লোকজন ওয়াজ করতে আসলে নতুন করে গানের, ডায়লগের কিংবা নাচের কিছু আবিস্কার হবে সুতরাং ভালো কিছু আসাকরা যায় না কাজেই পরিবর্তন চাওয়া হোক সমাজের পক্ষ থেকে।

আবু সহিদ বলেন, আপসোস মানুষ দিন দিন ইসলাম কি। দিন কি। এটাই মানুষ ভুলে যাচ্ছে যে কিনা একজন কমিডিয়ান তার কাছ থেকে আমাদের তরুণ প্রজন্মে কি শিখবে। একটু চিন্তা ফিকির করে বিবেকে কাজে লাগাতে হবে। কেয়ামতের দিন আল্লাহর সামনে সবাইক দারাতে হবে সবার যোগ্যত অনুযায়ী হিসাব দিতে হবে। দলে বলে কলে কৌসালে কাজ হবে না আল্লাহ তালা সবাই বোঝার তৌফিক দান করেন আমিন।

মো. রাসেল নামে একজন লেখেন : ভন্ড তাহেরীকে বাউফল থেকে বিতাড়িত করা হোক।

জাফর ইকবাল নওমালা নামের আরেকজন লিখেন, সমস্যা নাই বাউফলবাসী ওয়াজের ফাকে ফাকে গান শুনতে পাবে।

মো: নজরুল ইসলাম নাম লিখেন, এই গজব কি না নিলে হতো না?

রইসুল ইসলাম ইমন নামে এক সাংবাদিক লিখেন, হঠাৎ করে প্রিয় বাউফলে ভন্ডদের আনাগোনা বেড়ে গেছে….।

মো: সোহাগ মৃধা বলেন, মাশাআল্লাহ, আমার কর্ম এলাকায় তাহেরি হুজুর এসেছিলো কিন্তু তখন বাড়িতে থাকার কারনে শুনতে পারিনি,,এবার নিজ এলাকায় তার ওয়াজ শোনার ইচ্ছে আছে।

মো: সাইফুল লেখেন, মমতাজ আফায় কি আইবো হেতির লগে??

ওমর ফারুক লিটন লিখেন, তাহেরি হুজুর খারাপ নাকি ভাল তা বিচার করবে তার সমযোগ্য লোক। তাহেরি যে পন্থী হোকনা কেন। সে আকজন আলেম। আগের থেকে ভালো ওয়াজ করে।

সময় টিভির সাংবাদিক মিজানুর রহমান লিখেন, প্রতিহত করা উচিত।

নিজাম উদ্দিন লিখেন, এই সব বেদাতি জেলাপি মাজার পুজারি পীর ঠাকুর দরবেশের পুঁজারিদের কে ওয়াজ করার জন্য কেন দাওয়াত দেয়া হয়?এদের কাজ থেকে ইসলামের সঠিক কোন ওয়াজ মাহফিল নেই। ডিজে পার্টির নাম তাহেরী।

জহির মাতব্বর লিখেন, বাউফল কোনো ভণ্ডামির জায়গা নয় সবার প্রতিহত করতে হবে।

কামরুজ্জামান লিখেন, দারুণ একটা বিনোদন মনে হচ্ছে।

মো.সুমন লেখেন, কেয়ামতের আলামত শুরু হইয়া গেছে কেয়ামতের আগে চুর বাটপার পাগল ছাগল গুরুত্বপূর্ণ আসবে এইটা তারই বৈচিত্র।

মিজানুর রহমান মিল্টন লেখেন, একজন যাইতে না যাইতে আর একজন মহাসমরহে আসিতেছ, আসিতেছে,আসিতেছে।

শেখ আরিফুল ইসলাম কারিমি লেখেন, বিশ্বভন্ডকে আমাদের এই পবিত্র বাউফলকে অপবিত্র করছে কারা? সচেতন ঈমানদার এবং আলেম সমাজের উচিৎ এই ভন্ডের মাহফিল প্রতিহত করা। এই বাউফলের মাটি খাঁটি ঈমানদারদের ঘাঁটি কোন ভন্ড এখানে প্রবেশ করতে পারেনা।

আলামিন লেখেন, পর্যায় ক্রমে আলোচিত বক্তাদের বাউফলে আগমন ঘটতেছে এতে আমি আনন্দিত! আরো বেশি আনন্দিত ও খুশি হবো সেদিন যেদিন শুনবো “মিজানুর রহমান” আজহারী বাউফল আগমন করবেন

Leave a Reply

Your email address will not be published.