শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) কেশবপুরে গাঁজা সেবন করার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মনিরামপুরের এক সমন্বয়কসহ ৪ শিক্ষার্থীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত শুক্রবার (১১এপ্রিল) বিকেলে উপজেলার মধ্যকুল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মনিরামপুর উপজেলার বিজয়রামপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মনিরামপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের সমন্বয়ক তাজওয়ার রহমান তাহমিদ (২২), একই গ্রামের আশরাফ আলীর ছেলে মোর্তুজা (১৮), ইকরামুল ইসলামের ছেলে রেদোয়ান ইসলাম (২২) ও সাখাওয়াত হোসেনের ছেলে ফরহাদ হোসেন (১৯)।
থানা সূত্রে জানা গেছে, পাশ্ববর্তী মনিরামপুর উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মনিরামপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের সমন্বয়ক তাজওয়ার রহমান তাহমিদ, একই গ্রামের শিক্ষার্থী মোর্তুজা, রেদোয়ান ইসলাম ও ফরহাদ হোসেন গত শুক্রবার বিকেলে কেশবপুর উপজেলার মধ্যকুল গ্রামের জাহাঙ্গীর এর মাছের ঘেরের পাড়ে বসে গাঁজা সেবন করছিলেন। ওইসময় এলাকাবাসী দেখতে পেয়ে গাঁজা সেবন করা অবস্থায় তাদের আটক করে থানা পুলিশকে খবর দেয়। এমন সংবাদের ভিত্তিতে কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনের দিকনির্দেশনায় পুলিশ উপ-পরিদর্শক লুৎফর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ত্রণ আইনে মামলা হয়েছে। যার মামলা নং-১৬।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, গাঁজা সেবন করার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মনিরামপুরের এক সমন্বয়কসহ ৪ শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের শনিবার সকালে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।