জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাট জেলা কারাগার থেকে মো. সিরাজুল ইসলাম (১৮) নামের এক ছাত্র এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। তিনি নারী ও শিশু নির্যাতন মামলার আসামি।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হওয়া এসএসসি পরীক্ষায় অংশ নেন তিনি। সিরাজুল ইসলাম রাজশাহী বোর্ডের ছাত্র। জয়পুরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং কারাগারের জেল সুপার (অতিরিক্ত) মো. আব্দুর রউফ এ তথ্য জানান।
জেল সুপার বলেন, চলতি মাসের ৩ এপ্রিল থেকে নারী ও শিশু নির্যাতন মামলার আসামি হয়ে একজন জয়পুরহাট জেলা কারাগারে ছিলেন। আদালতের নির্দেশে কারাগারেই তার এসএসসি পরীক্ষা নেওয়া হয়েছে। এর আগে পড়াশোনার জন্য তাকে বই সরবরাহ করা হয়েছে। তিনি কারাগারের ভেতর পড়াশোনা করতে পারেন, সে ব্যবস্থাও করা হয়েছে।
তিনি আরও বলেন, নির্ধারিত কেন্দ্র থেকে কক্ষ পরিদর্শকসহ প্রশ্ন ও উত্তরপত্র সরবরাহ করা হয়েছে। পরীক্ষা চলাকালীন কারাগারের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করা হয়েছে। এছাড়া কারাগার পরিদর্শন করে ওই পরীক্ষার্থীর খোঁজ খবর নিয়েছেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।
জয়পুরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, জেলায় এবার ৩০টি কেন্দ্রে ১২ হাজার ৬০৪ জন এসএসসি ও সমমানের পরীক্ষার্থী রয়েছে। এর মধ্যে ৬ হাজার ৯৬১ জন ছাত্র এবং ৫ হাজার ৬৪৩ জন ছাত্রী।