টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে মোহাম্মদ বায়াজীদ খান পন্নীর ১২তম ওফাত দিবস পালিত

সারমিন সুলতানা চৈতি, টাঙ্গাইলটাঙ্গাইলে যথাযথ মর্যাদা ভাবগাম্ভীর্যের সাথে নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে হেযবুত তওহীদের প্রতিষ্ঠাতা এমামুযযামান জনাবমোহাম্মদ বায়াজীদ খান পন্নীর ১২তম ওফাত দিবস উপলক্ষেশুক্রবার (১৯ জানুয়ারি ২০২৪) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলাধীনগোড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এছাড়াও দিবসটি উপলক্ষে গোড়াইয়েএমামুযযামানের কবর জিয়ারত, দোয়া মাহফিল, দুস্থদের মাঝে খাবারবিতরণ সহ নানা কর্মসূচি পালিত হয়

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদবায়াজীদ খান পন্নীর জামাতা হেযবুত তওহীদের এমাম হোসাইনমোহাম্মদ সেলিম

 

প্রধান অতিথির বক্তব্যে হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, এমামুযযামান একজন ক্ষণজন্মা মহাপুরুষ ছিলেন, যার আগমনেপৃথিবীতে বিরাজিত অন্ধকার দূর হয়ে আলোকবর্তিকা ফিরে পেয়েছেমানুষ যখন হতাশায় নিমজ্জিত, পথহারা, দিশেহারা, হাজারওফেরকামাযহাবে বিভক্ত, পথের দিশা পাচ্ছিল না; ধর্মব্যবসাউগ্রবাদীদের আস্ফালনে সমাজ অন্ধকারাচ্ছন্ন ঠিক এমন একটি মুহূর্তেআলোকবর্তিকা হেদায়াতের বাণী নিয়ে আবির্ভূত হন যামানারএমাম এমামুযযামান জনাব মোহাম্মদ বায়াজিদ খান পন্নী তিনিএমন একজন মহাপুরুষ ছিলেন যাঁর জীবনে একটা মিথ্যা কথা বলাররেকর্ড নেই, নৈতিক স্খলনের নজির নেই যিনি জীবনের শেষ দিনপর্যন্ত নিজে রোজকার করে জীবিকা নির্বাহ করেছেন তাঁর মতএকজন মহামানবের আগমনে মানবজাতি ধন্য যেকারণে দেশবিদেশের কোটি কোটি ধর্মপ্রাণ মানুষের আবেগ অনুভূতির স্থানেপরিণত হচ্ছে গোড়াই কবরস্থান

 

তিনি আরও বলেন, বর্তমান হতাশাগ্রস্ত মানবজাতির উত্থান ঘটাতেহলে জনাব মোহাম্মদ বায়াজিদ খান পন্নী কর্তৃক উত্থাপিত প্রস্তাবনারউপর ঐকমত্য হবার বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, এমামুযযামানের সহধর্মিনী হেযবুত তওহীদের প্রধান উপদেষ্টা খাদিজা খাতুন, বড় জামাতা হেযবুত তওহীদের আন্তর্জাতিক প্রচার বিভাগের সম্পাদক মশিউররহমান, জ্যৈষ্ঠ কন্যা কেন্দ্রীয় স্বাস্থ্য বিভাগের প্রধান উম্মত তিজানমাখদুমা পন্নী, কনিষ্ঠপুত্র সাইফ আল মুসান্না খান পন্নী, বিশিষ্টশিল্পপতি বাংলাদেশ ব্রিকস অ্যাসোসিয়েশনের সভাপতি ফিরোজহায়দার খান, সমাজসেবক লুৎফর রহমান বাবু, সমাজসেবক শহীদুলইসলাম, এডভোকেট উথান খান, হেযবুত তওহীদের সমন্বয়কারীনিজাম উদ্দিন, হেযবুত তওহীদের ঢাকা বিভাগীয় আমির ডা. মাহবুবআলম মাহফুজ, টাঙ্গাইল জেলা সভাপতি সাজ্জাদ কাদির খানসোহেল, সমাজসেবক ওমর খান প্রমুখ

 

সভায় সভাপতিত্ব করেন পন্নী পরিবারের সদস্য বিশিষ্ট সমাজসেবক ওমর আলী খান পন্নী সভায় এমামুযযামান বায়াজীদ খানাপন্নীর কনিষ্ঠ কন্যা হেযবুত তওহীদে  ারী বিষয়ক সম্পাদক দৈনিক দেশেরপত্রের সম্পাদক  রুফায়দাহ পন্নীর স্মৃতিচারণমূলকভিডিও বক্তব্য প্রচারকালে উপস্থিত সকলে আবেগ আপ্লুত হয়েপড়েনঅনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি সর্বস্তরের হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন

 

আলোচনা সভা দোয়া মাহফিল শেষে উপস্থিত জনসাধারণের মাঝেখাবার বিতরণ করা হয় এছাড়াও ঐতিহ্যবাহী গোড়াই মাজারে শায়িতজনাব বায়াজীদ খান পন্নীর কবর সহ গোড়াই মাজারে বায়াজীদ খানপন্নীর পিতা মেহেদী আলী খান পন্নী, পিতামহ হায়দার আলী খানপন্নী, মঈন খান পন্নী অন্যান্য স্বজনদের কবর জিয়ারত করেনঅতিথি সহ অন্যরা অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত দোয়ামাহফিল আলোচনা সভায় উপস্থিত তার পরিবারের সদস্য শুভাকাঙ্খীবৃন্দ আবেগআপ্লুত হয়ে পরেন

Leave a Reply

Your email address will not be published.