মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি মহাদেবপুর : শুক্রবার (১১ এপ্রিল) “সেবার ব্রতে চাকরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম এর সভাপতিত্বে অত্র জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারি-২০২৫ এর দ্বিতীয় দিনের কার্যক্রম পরিচালিত হয়।
প্রার্থীদের উদ্দেশ্যে প্রদত্ত বক্তব্যে পুলিশ সুপার বলেন, সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে টিআরসি নিয়োগ দেয়া হবে। পরে নিয়োগ কমিটির সদস্যদের সমন্বয়ে চারটি ইভেন্টের কার্যক্রমের মাধ্যমে দ্বিতীয় দিনের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
এ সময় নিয়োগ বোর্ডের সদস্যসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।