ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ): নওগাঁর পত্নীতলা উপজেলায় নজিপুর পৌর শহরের বাসস্ট্যান্ড থেকে বাবনাবাজ হয়ে গগনপুর বাজার পাকা সড়কটির সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) বেলা ১০ টায় স্থানীয় এলাকাবাসীর আয়োজনে বাবনাবাজ মোড়ে উক্ত মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন- বাবনাবাজ গ্রামের কৃতি সন্তান ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবদ্যালয়ের সহযোগী অধ্যাপক ফিরোজ আলী, স্থানীয় ভুক্তভোগী এনজিও ‘রিক’ ম্যানেজার সাজেদুর রহমান, প্রমুখ।
নিরাপদ সড়ক চাই (নিসচা) এর পত্নীতলা উপজেলা শাখা কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল গফুর বলেন, ‘ওই সড়কটি বিভিন্ন পয়েন্টে ভেঙে যাওয়ার কারণে মাঝেমধ্যে সড়ক দুর্ঘটনায় অনেকেই আহত হচ্ছেন। নিরাপদ সড়কের দাবিতে সড়কটি দ্রুত সংস্কার করা জরুরি বিষয়।’
পত্নীতলা উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ জহিরুল হক বলেন, ‘সড়কটির সংস্কার করণে অগ্রাধিকার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। ইতোমধ্যে এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট লিখিত ভাবে আবেদন করা হয়েছে।’
পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলীমুজ্জামান মিলন বলেন, ‘দ্রুত সড়কটি সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করা হবে।”