স্বাস্থ্য ক্ষাতে আবার মেকানিক থেকে হিসাবরক্ষণ কর্মকর্তা হয়ে ওঠার গল্প ও সংগে ৫০০ কোটি টাকার

কালের সংবাদ ডেক্স ঃ ফয়েজ আলী সুমনের দূর্নিতি এতদিন ধরে চলছে কেহ দেখলোনা কেন। তবে কি এতবছর ধরে সবায় জরিত?

অনিয়ম-দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়ার অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে হিসাবরক্ষণ কর্মকর্তার মোবাইল ফোনে গত কয়েক দিনে একাধিকবার কল করালেও তার সাড়া মেলেনি কি।

অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য গত বছর ৮ই জুন সুনামগঞ্জের জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও বিশ্বম্ভরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তার সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হয়।

স্থানীয় তিনজন ব্যক্তি যখন ফয়েজ আলী ও তার দুই সহযোগীর অনিয়ম-দুর্নীতির তথ্য তুলে ধরে বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) অফিসে লিখিত অভিযোগ করেন। তার পরই কি টনক নড়লো ঐখানে।

তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে গত বছর ৩০শে নভেম্বর ফয়েজ আলীকে সিলেটের ওসমানী নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রুহুল আমিন রুহিনকে হবিগঞ্জ সদর হাসপাতালে বদলি করা হয়। বদলির আদেশে তাদের তিন দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়।

বদলির আদেশে আরও বলা হয়, উল্লিখিত সময়ের মধ্যে যোগদানে ব্যর্থ হলে চতুর্থ দিন থেকে সরাসরি চাকরি থেকে অব্যাহতি পেয়েছেন বলে গণ্য করা হবে।

তখন তারা দুজন বদলি আদেশের বিরুদ্ধে আদালত থেকে স্থগিতাদেশ জারি করিয়ে মৌলভীবাজার হাসপাতালেই থেকে যান।

* অভিযোগ গুলু দুদকের প্রাথমিক অনুসন্ধানে মিলেছে সত্যতা
* ⁠বিধি ভেঙে মেকানিক থেকে হিসাবরক্ষণ কর্মকর্তা
* ⁠অন্যের লাইসেন্স দিয়ে নিজেই অংশ নেন টেন্ডারে

দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শোয়াইব হোসেন যার অনুসন্ধান করছেন।

২০২২ সালের ৮ই মার্চ আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করে দুদক।

ফয়েজ আলী ২০১০ সালে জুনিয়র মেকানিক কাম পাম্প অপারেটর পদে মৌলভীবাজারের জুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দেন।

বছরখানেক চাকরির পর প্রেষণে মৌলভীবাজার সিভিল সার্জন অফিসে বদলি হন।

সেখানেই মোটা অঙ্কের টাকার বিনিময়ে হিসাবরক্ষণ কর্মকর্তার পদ বাগিয়ে নেন। তবে কারা তাকে জুনিয়র মেকানিক কাম পাম্প অপারেটর পদে থেকে হিসাবরক্ষণ কর্মকর্তার পদে দিলেন বা তিনি নিলেন এটি কি ক্ষতিয়ে দেখা দরকার নয়।

তার সম্পদ এখন কি ৫০০ কোটি টাকা বা তার বেশী বা কম ?

কবে এদেশের মানুষ গুলো অবৈধ ভাবে সম্পদ বানানোর নেশা থেকে বের হয়ে আসবেন।

Leave a Reply

Your email address will not be published.