“পাখি উড়ে যায় দূরে”- কবি-ফাতেমা ইসরাত রেখা

“পাখি উড়ে যায় দূরে”- কবি-ফাতেমা ইসরাত রেখা 

কুয়াশা উড়ে যায় কুয়াশার কাছে 

হাওয়ার বাদল তুলে পাখি উড়ে যায় 

কত নক্ষত্র রাত! কত কুয়াশার শুভ্র প্রহর! 

পিছনে ফেলে যায় কত যে স্মৃতির বহর!

পাখির মন দোলে হাজারো রঙিন ফুলে

আমার পাখি, সে এখন অন্যের কথা বলে।

 

চারদিকে অন্ধকার নেমে আসে ধীরে 

শূন্য খাঁচাটি পড়ে থাকে খুব অনাদরে।

পাখিটি ছিলো কখনো বা মনলোভা 

কখনো পাখিটি চিরহরিৎ বসন্ত শোভা

নিষ্ঠুর সে পাখি ভুলে গেছে মোহন সময় 

উড়ে যায় দূরে, সে কারোই আপন নয়। 

 

এই পৃথিবীর খেলাঘরে বাঁধে না সে ঘর 

হয় না আপন কারো, হয় না যে পর 

সে এমন পাখি, দেখি তার মায়াময় মুখ 

ভুলে যাই নিজেকে, তার মাঝে সব সুখ। 

জীবন ফুরিয়ে গেলেও তার মমির গহ্বর 

জাগিয়ে রাখে স্মৃতি বিস্মৃতিতে নিরন্তর।

Leave a Reply

Your email address will not be published.