ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে রাজশাহীতে বিভাগীয় এডভোকেসি সভা অনুষ্ঠিত

নিজেস্ব প্রতিবেদক :  রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বিভাগীয় এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ মে ২০২৪ তারিখ বুধবার সকাল ১০ টায় পরিচালক (স্বাস্থ্য) এর কার্যালয়, রাজশাহী বিভাগ, রাজশাহী এর সম্মেলন কক্ষে এ এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। পরিচালক (স্বাস্থ্য) এর কার্যালয়, রাজশাহী বিভাগ কর্তৃক আয়োজিত এ এডভোকেসি সভায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো: আক্তার জামীল, বিভাগীয় পরিচালক, পরিবার পরিকল্পনা,  দেওয়ান মোহাম্মদ মোরশেদ কামাল ও পুলিশ সুপার (অপারেশন্স) রাজশাহী রেঞ্জ, মনিরুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন পরিচালক (স্বাস্থ্য), রাজশাহী বিভাগ,
 ডা. মো: আনোয়ারুল কবীর।
এছাড়া সভায় বিভাগীয় এডভোকেসি কমিটির সদস্যবৃন্দ,  বিভাগের বিভিন্ন জেলার সিভিল সার্জনবৃন্দ,  বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, রাজশাহী বিভাগে ২০২৪ সালে ভিটামিন-এ ‘প্লাস ক্যাম্পেইনের আওতায় ১৪৩০৮টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ১ লক্ষ  ৫১ হাজার ৮’শ ৯৭ জন শিশু কে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ১৪ লক্ষ ৬১ হাজার ৬’শ ৯৪ জন শিশুদের লাল রঙের ভিটামিন-এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন খাওয়ানো হবে। ১ জুন ২০২৪ তারিখ শনিবার একযোগে বিভাগের প্রতিটি কেন্দ্রে এ ক্যাম্পেইন পরিচালনা করা হবে।

Leave a Reply

Your email address will not be published.