নতুন বছরে মোঃ লুৎফর রহমান লিটনের শুভেচছা

মোঃ লুৎফর রহমান লিটল সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ  নতুন বছরে দৈনিক কালের সংবাদ  সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ লুৎফর রহমান লিটল  সবাইকে শুভেচ্ছা জানিয়েছন এবং তিনি বলেন, একটি বছরের বিদায়, নতুন বছর ২০২৫ এর যাত্রা শুরু।

অনেক অর্জন আছে আমাদের বিগত বছরে। আবার অনেক কালো অধ্যায়ও আছে। কালো পাতা আর খুলতে চাইনা আমরা। আর কোন হলি আর্টিজান নয়, আর ঈদের জামাতে বোমা হামলা নয়, আর কোন নাসিরনগর নয়, আর কোন রক্তাক্ত আরাকানও নয়। একটি বাংলাদেশ চাই। সুখী, সুন্দর ও সমৃদ্ধশালী বাংলাদেশ। একটি বাংলাদেশ চাই, সামাজ্যবাদের প্রভাবমুক্ত স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। একটি বাংলাদেশ চাই, আদর্শিক বাংলাদেশ। একটি বিশ্ব চাই, শান্তিময় বিশ্ব। পৃথিবীর কোন প্রান্তে যেন না থাকে ক্ষুধার্ত মানুষের আর্তনাদ এবং রক্তাক্ত জনপদ।
শুভ নববর্ষ।

Leave a Reply

Your email address will not be published.