রমজানের বিশেষ আমল, জান্নাতী হওয়ার সুযোগ

আশিকুর রহমান (রিয়াদ),চলনবিল প্রতিনিধী: হাদিস শরীফে বণিত হাদিসের উপরে আমল করতে বিভিন্ন জায়গায় গেলেন এক ঝাক তরুণ যুবক, রাসুল (সাঃ) বলেন, যে রমজান মাসে রোজা রাখলো, জুম্মার নামাজ আদায় করলো, জানা জায় অংশগ্রহণ করলো, সাধ্য অনুযায়ী সদকা করলো, অসুস্থ বেক্তি কে দেখাশুনা করলো, সে জান্নাতী, এই হাদিস টা যুবক রা শুনার পরে ২০১৮ সাল থেকে ২০২৩ সাল পযন্ত একাধারে এক ঝাক তরুণ যুবক রা আমল করে আসছে। আজকে জুমার নামাজ পড়ে,সকলের সাধ্য অনুযায়ী সদকা করে, জানাজায় গিয়ে জানাজার নামাজ পড়ে, ঝিকরগাছা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সসে গিয়ে রোগীদের কে খোঁজ খবর নেন, তাহাদের সুস্থতা জন্য দোয়া করেন,

উক্ত তরুন যুবকদের নিয়ে হাটি হাটি পা করে দীর্ঘ ৬ টি বছর এই আমল করে আসছে, বাংলাদেশ জনপ্রিয় দেশচ্যালেন এর ঝিকরগাছা উপজেলা প্রতিনিধী, বাংলাদেশের বাতা যশোর জেলা প্রতিনিধী, চাপাই জনপদ পত্রিকা ঝিকরগাছা উপজেলা প্রতিনিধী, খেদমতে খলক ঝিকরগাছা উপজেলা প্রতিনিধী,ফাতেমাতুল জোহুরা বালক বালিকা কওমি মাদ্রাসার সহকারী শিক্ষক, সাদ্দাম মসলা ভান্ডার এর এক মাএ মালিক মোঃসাদ্দাম হোসেন ইকবাল, সহ বিশিষ্ট ব্যাবসাহিক আঃকাদের, এবারের এস এস সি ছাত্র মোঃশাফিন উদ্দিন, কামিল মাদ্রাসা ছাত্র মোঃ রিজভী সহ আরো অনেকে এই রমজানের বিষয়ে আমলে অংশ গ্রহন করেন।

Leave a Reply

Your email address will not be published.