(আসফ) আইন সহায়তা ফাউণ্ডেশন- ঢাকা মহানগর উত্তর শাখার আলোচনা সভা- উত্তরায়

নিজেস্ব প্রতিনিধিঃ গত ২১শে মে ২০২৩ ‘ঢাকা মহানগর উত্তর’-শাখার, ঢাকার উত্তরায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত, আন্তর্জাতিক মানবাধিকার সংস্হা “আইন সহায়তা ফাউণ্ডেশন”(আসফ) লিগ্যাল এইড কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় মুল আলোচ্য বিষয় হয় “সমাজের সর্বস্তরে শান্তি ও কাজ-কর্মে আগ্রহ সহ সুযোগ গড়ে তোলা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৈকাল ৬টায় আরম্ভ হয়ে সন্ধা ৯.৩০ মিনিট ঘটিকায় সমাপ্ত হয়। উত্তরার ২য় অফিস- রেল লাইন পার হয়ে আজমপুর “কাচাবাজার” ৫০ গজ পূর্বদিকে ( Best Buy)-এর দক্ষিণে প্রথম রাস্তা, বামের জামতলার উলটা দিকে “মি: জর্জ”-এর বাড়ি। ৩য় তলা পূর্ব ইউনিট। মোবাইলঃ ০১৭০৭১৯২২৭৫ & ০১৮১৯৭৪০৪৩৬।

আলোচনায় সমাজের সর্বক্ষেত্রে শান্তি বজায় রাখা ও গরিব-দুঃখিদের কাজ-কর্মে আগ্রহ গড়ে তোলার বিষয়টিই প্রধানত প্রাধান্য পায়।

আলোচনার শুভ সূচনা করেন লিগ্যাল এইড আসফ কমিটি ঢাকা মহানগর উত্তর শাখার চেয়ারম্যান জনাব মো জাহিদুল ইসলাম জর্জ এবং আলোচনা সভার সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জনাব সোহেল চৌধূরী।

উক্ত আলোচনায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর শাখার “আইন সহায়তা ফাউণ্ডেশন”(আসফ)-এর আইন বিষয়ক সম্পাদক- এডভোকেট ফেরদৌসী বেগম, সাংস্কৃতিক সম্পাদক- খন্দকার আব্দুল হক (রুমী খন্দকার), সাংস্কৃতিক সহ-সম্পাদক- মোঃজাহিদুল ইসলাম জাহিদ, মহিলা সম্পাদক- সাহিদা ইসলাম শিল্পী, অর্থ সম্পাদক- তানিয়া সুলতানা মনি, সমাজ কল্যাণ সম্পাদক- সোহেল আহমেদ লিটন, দপ্তর সম্পাদক-মোঃ রেজাউল ইসলাম,
সদস্য কার্যকরি-মোঃ রাজু ইসলাম (মাষ্টার)
সহ বেশকিছু এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ।

Leave a Reply

Your email address will not be published.